২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সরকার প্রতিপক্ষ মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে - অধ্যাপক মুজিবুর রহমান

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। সে ধারাবাহিকতায় বর্ষীয়ান জননেতা জামায়াতে ইসলামীর আমিরে ডা: শফিকুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে কারাগারে অন্তরীণ রেখেছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোনো আদর্শকে নির্মূল করা যায়নি, আর কখনো যাবেও না। তিনি সরকারকে ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে ডা: শফিকুর রহমান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, এ টি এম আজহারুল ইসলাম, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।


গতকাল শুক্রবার খুলনা জেলা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহা: এমরান হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আবদুল খালেক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গওসুল আজম হাদী, শেখ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, খান গোলাম রসুল, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, অধ্যাপক মাওলানা অলিউল্লাহ, মুহাম্মদ আশরাফুল আলম, ইসলামী ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল ইমরান, দক্ষিণ জেলা সভাপতি মো: ইমরান হুসাইন, উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হুসাইন, দক্ষিণ জেলা সেক্রেটারি আবু জর গিফারী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন, যুদ্ধকে ‘না’ বলুন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে

সকল