০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

-

প্রকাশ্য দিবালোকে ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে আহত হওয়ার চারদিন পর ফুলবাড়ীয়া পৌরসভা শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার আনিছুর রহমান আনিছ (৫০) মারা গেছেন। গত রোববার বিকেলে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় মীর আক্রাম হোসেন লেলিন (৪০) তাকে ছুরিকাঘাত করলে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুলবাড়ীয়া উপজেলার ভালুকজান গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় বসবাস করতেন। তিনি সেখানে একটি বাড়ি নির্মাণ করছিলেন। সেই বাড়ি নির্মাণের মালামাল রাখতেন প্রতিবেশী মৃত বাদল মিয়ার ছেলে মীর আক্রাম হোসেন লেলিনের জায়গায়। এজন্য লেলিন আনিছুর রহমানের কাছ থেকে টাকা নিতেন এবং প্রায়ই টাকা চাইতেন। ঘটনার দিন ২৬ মার্চ আসরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ভাঙ্গার মোড়ে লেলিন টাকা চাইলে আনিছ টাকা না দেয়ায় তাকে ছুরিকাঘাত করে লেলিন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছুর রহমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় ২৮ মার্চ নিহতের স্ত্রী খাদিজা আক্তার বকুল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার একমাত্র আসামি লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গতকাল শুক্রবার বাদ আসর স্থানীয় মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আনিছকে দাফন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার। তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আরো সংবাদ


premium cement
সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে : ইমরান খান প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন : আইনমন্ত্রী ১১ মাসে রফতানি থেকে ৫০.৫২ বিলিয়ন ডলার আয় : ইপিবি সীতাকুণ্ড বিস্ফোরণের ১ বছর : বিচার, ক্ষতিপূরণ, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটেনি নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব হয়নি : শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউখালীতে বিষ পানে জেলের আত্মহত্যা প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব নয় : শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড নিম্নমানের সিগারেট বন্ধসহ বিড়ি শ্রমিকদের ৪ দাবি

সকল