২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পুঁজিবাজারে আসবে বাংলালিংক সংগ্রহ করবে ৯০০ কোটি টাকা

শেয়ারবাজারে পতন অব্যাহত
-


এবার পুঁজিবাজারে আসতে চায় বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ শতাংশ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৯০০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা ফেস ভ্যালুতে (অভিহিত মূল্যে) এই অর্থ উত্তোলন করবে কোম্পানিটি।
এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বৈঠক করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সভায় বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাংলালিংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বাংলালিংকের পেইড আপ ক্যাপিটাল আট হাজার কোটি টাকা। নতুন করে আরো ৯০০ কোটি টাকা বৃদ্ধি হবে। এটি একটি বহুজাতিক কোম্পানি। এ খাতে আরো দু’টি বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। এগুলো হচ্ছে- গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। বিষয়টি নিশ্চিত করে বিসএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, কোম্পানিটি নির্ধারিত মূল্যে পুঁজিবাজারে আসতে চায়। তবে আমরা অনেকগুলো বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি। কিছু বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয়ার আছে। তারা আমাদের দেয়া প্রস্তাব মেনে নিলেই পুঁজিবাজারে আসতে পারবে।


উল্লেখ্য, মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক মাল্টার টেলিকম ভেঞ্চারস লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা গ্লোবাল টেলিকম লিমিটেডের ১০০ শতাংশ মালিকানাধীন একটি সহায়ক প্রতিষ্ঠান। বাংলাদেশে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া প্রতিষ্ঠানটির বর্তমানে চার কোটি গ্রাহকের সংখ্যায় পৌঁছেছে। ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে ১২ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। বর্তমানে কোম্পানির আয় পাঁচ হাজার ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে ডাটা খাতে আয় হয়েছে চার হাজার ৭৯৪ কোটি টাকা।
এ দিকে বাজার পর্যালোচনয় দেখা যায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ারদর উত্থানের চেয়ে পতন প্রায় পাঁচ গুণ বেশি হয়েছে। সূচক পতনে একই অবস্থায় অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। কমেছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ারদর উত্থানের চেয়ে পতন দ্বিগুণ বেশি হয়েছে।
গতকাল ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৬ দশমিক ৬৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ৩৫২ দশমিক ৪৯ পয়েন্টে।


এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি এবং কমেছে ৮২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৩টির। এ দিন ডিএসইতে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এ দিন ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এ দিন অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ১৮ কোটি ৫৬ লাখ টাকা, সি পার্ল বিচ ১৬ কোটি ৬৬ লাখ টাকা, আরডি ফুড ১৬ কোটি দুই লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৩ কোটি ৮৬ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৪১ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ৯ কোটি ৪১ লাখ টাকা এবং জেমিনি সি’র আট কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপর দিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে সাত কোটি ৯৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ১২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮টি, কমেছে ৪৩টি এবং পরিবর্তন হয়নি ৬৩টির।


এ দিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ দশমিক ৭১ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫০ পয়েন্ট, সিএসসিএক্স ২০ দশমিক ২১ পয়েন্ট এবং সিএসআই ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৮৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৫২ দশমিক ৪৪ পয়েন্টে, ১১ হাজার পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৭২ পয়েন্টে।
এ দিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এ দিন সি পার্ল বিচের পাঁচ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এ দিন অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ২৩ লাখ টাকা, বেক্সিমকো ২২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ২১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৯ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১৯ লাখ টাকা, আরডি ফুড ১৮ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স ১৭ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৫ লাখ টাকা এবং শাইনপুকুরের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরো সংবাদ



premium cement