২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কাল

-

উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল বুধবার । এ বছর ১২ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা সাড়ে ১১টায় ফল প্রকাশ করা হবে। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল পাবেন শিক্ষার্থীরা। ফল পাঠানো হবে কলেজে কলেজেও। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় আছেন।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, আগামীকাল বুধবার দুপুরের মধ্যে ফল পাবেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় ফল প্রকাশ করা হবে। বেলা সাড়ে ১২টায় আন্তার্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এর আগে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান শুরুর কথা আছে। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী ও বন্যার কারণে এবার সময় বদলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর থেকে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ তিন হাজার ৪০৭ জন শিক্ষার্থীর পরীক্ষা দেয়ার কথা ছিল। এবারো বিষয়, নম্বর ও সময় কমিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

 


আরো সংবাদ



premium cement