২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাউটের বিনিময়ে ব্রিটনিকে মুক্তি দিলো রাশিয়া

-

অবশেষে বন্দিবিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মুক্তি দিলো রাশিয়া। ব্রিটনির পরিবর্তে ১২ বছর ধরে মার্কিন কারাগারে বন্দী থাকা রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তি দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। বাউটের ২৫ বছরের সাজা দিয়েছিল মার্কিন প্রশাসন। শুক্রবার বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী বাস্কেটবল তারকা ব্রিটনিকে গত ১৭ ফেব্রুয়ারি মস্কো বিমানবন্দরে গাঁজার তেলসহ গ্রেফতার করে রুশ পুলিশ। তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়ে জুলাইতে কারাগারে পাঠানো হয়। ব্রিটনিকে মুক্ত করতে তখন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন একপর্যায়ে বন্দিবিনিময়ের প্রস্তাব দিলে সচেতনভাবেই দীর্ঘদিন ধরে বন্দী থাকা বাউটের মুক্তি দাবি করে রুশ কর্তৃপক্ষ।
অবশেষে বাউটের মুক্তির বিনিময়েই মুক্তি মিলল ব্রিটনির। ৩২ বছর বয়সী এই তারকাকে একটি ব্যক্তিগত বিমানে মস্কো থেকে আবুধাবিতে নেয়া হয়। একই সময় ওয়াশিংটন থেকে বাউটকে নিয়ে আসা হয় আরেকটি ব্যক্তিগত বিমানে।
আবুধাবি বিমানবন্দরে দু’জনকে নিজ নিজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। বিমানবন্দর টারমার্কে তারা পায়ে হেঁটেই একে অপরের পাশ দিয়ে চলে যান বলে উল্লেখ করা হয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এ দিকে, ব্রিটনির মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মুক্তির খবর জানিয়ে বাইডেন বলেন, ব্রিটনি নিরাপদে আছেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমানে নিজ বাড়িতে পৌঁছেছেন।
হোয়াইট হাউজে বাইডেন বলেন, আমি আনন্দিত যে ব্রিটনি ভালো আছেন। তার সুস্থ হওয়ার জন্য একান্ত সময় ও নিরাপদ জায়গা প্রয়োজন।
এ দিকে, ভিক্টর বাউটের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ নাগরিককে যুক্তরাষ্ট্র স্বদেশে ফিরিয়ে দিয়েছে। বাউট মস্কোর কাছের ভনুকোভো বিমানবন্দরে পৌঁছে গেছেন।
৫৫ বছর বয়সী বাউট ছিলেন সাবেক সোভিয়েত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং অস্ত্র ব্যবসায়ী। বিশ্বের বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছিল তাকে।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার

সকল