২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
রাজপথে মৃত্যুর হানা

তিন জেলায় ৩ জন নিহত

-

পাবনার ঈশ্বরদী, নারায়ণগঞ্জের বন্দরে এবং চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাবনায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় গতকাল ভোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক রুবেল হোসেন (২৮) নিহত হয়েছেন। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার বিশ্রামপুর মহল্লার আবুল কাশেমের ছেলে।


পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিশ কুমার স্যানাল জানান, রুবেল ভোর বেলায় মোটর সাইকেলে কর্মক্ষেত্রে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে তিনি মারা যান।


নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের এসএস শাহ রোড এলাকায় গতকাল সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে স্কুলছাত্র রেজা (১৩) নিহত হয়েছে। নিহত রেজা বন্দর বাজার এলাকার হারুন মিয়ার ছেলে এবং বন্দর বিএম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্র।
স্কুলের গভর্নিং বডির সদস্য মহিউদ্দিন বলেন, রেজা তার মায়ের সাথে ফুটপাত ধরে স্কুলে পরীক্ষা দিতে আসছিল। হঠাৎ সে আইল্যান্ড থেকে পিছলে সড়কে পড়ে গেলে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরের আকবরশাহ থানা এলাকায় পিকআপের ধাক্কায় এলভেন ডায়েজ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত এলভেন পাহাড়তলী এলাকার ল্যাথলী ডায়েজের ছেলে। গত বুধবার সন্ধ্যা ৭টায় উত্তর কাট্টলী মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এলভেন সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আকবরশাহ থানার এস আই সুজন কুমার আচার্য জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল