২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ : দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করছেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান -


ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। একই সাথে ঢাকায় রয়েছে ভারতের সবচেয়ে বড় ভিসা কার্যক্রম।
দিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পরিচয়পত্র পেশ করতে গেলে ভারতের রাষ্ট্রপতি এ কথা জানান। নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ। এই অনন্য মেলবন্ধন যৌথ আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশ বিশেষ স্থান দখল করে রয়েছে। আগামী দিনে দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা আরো নিবিড় ও শক্তিশালী হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি যৌথ উদযাপনের কথা স্মরণ করে দ্রৌপদী মুর্মু বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ দুটির মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিতে অদম্য রাজনৈতিক সদিচ্ছা বজায় রাখতে হবে।


গত সেপ্টেম্বরে দিল্লি এবং পরে লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠকের কথা স্মরণ করেন ভারতের রাষ্ট্রপতি।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা শুরু হয়েছিল উল্লেখ করে হাইকমিশনার বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত সরকার ও সে দেশের জনগণের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। আজ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এটিকে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের মডেল হিসাবে বর্ণনা করা হয়।
হাইকমিশনার পরিচয়পত্র পেশ করার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তার দায়িত্বের মেয়াদে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সম্প্রসারিত ও সুসংহত করার চেষ্টা করার প্রত্যয় জানান মুস্তাফিজুর রহমান।
পরিচয়পত্র পেশের সময় দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলাম, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, কনস্যুলার সেলিম জাহাঙ্গীর ও প্রেস মিনিস্টার শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
বৌভাতের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনা ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে : রিজভী উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্রের ধারা ক্ষুণ্ণ হবে : সিইসি মধুখালিতে দুই ভাই হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি ১২ দলের ঝালকাঠিতে গ্রাম আদালত পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজ ডুবি একজন নিখোঁজ টাঙ্গাইলে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

সকল