২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাদরাসা বোর্ডে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে তা’মীরুল মিল্লাত

টঙ্গী তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসায় ছাত্রদের উল্লাস : নয়া দিগন্ত -

এ বছর মাদরাসা বোর্ডে ভালো ফলাফল করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। গতকাল প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে দেখা যায়, দেশের মোট ২ হাজার ৯৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। মাদরাসা বোর্ডে এবারো সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ পেয়ে সেরার কৃতিত্ব অর্জন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।


এবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ১৫ হাজার ৪৫৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৬৩৯টি জিপিএ ৫ পেয়েছে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি মাদরাসার শিক্ষার্থীরা। মাদরাসার তিনটি শাখা হলো, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (বালক ও বালিকা), টঙ্গী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, মাতুয়াইল-ডেমরা।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার যাত্রাবাড়ী ক্যাম্পাস থেকে এবার ৩৩৩ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জন জিপিএ ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৭৪ পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন জিপিএ ৫ পেয়েছে।
তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা ঢাকার মাতুয়াইল থেকে এ বছর ১৫৮ জন অংশগ্রহণকারীর মধ্যে ৭২ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ শাখা থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭২ জন। সাধারণ বিভাগে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।

 

পাসের হারে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা শীর্ষে
বাসস জানায়, দাখিল পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা এ বছরও দেশের শীর্ষস্থানে রয়েছে। এ মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে ১৮৮ জন জিপিএ ৫ এবং ১৪১ জন ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়।
মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মো: শহিদুল ইসলাম সোমবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে মাদরাসার ক্যাম্পাস।

 


আরো সংবাদ



premium cement