২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন

বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ২০

-

নোয়াখালীতে জেলা পরিষদের সদস্যপদ নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে জেলা শহরের হরিনারায়ণপুর বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো: মাইন উদ্দিন সাজু (৩৮), মো: তাজুল হক (৩০), মো: স্বপন (৫০), মো: মিজান (৩৪) ও মো: কামাল হোসেন (৩৬)। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে কামাল উদ্দিন অপর প্রার্থী আরমান চৌধুরীর কাছে তিন ভোটের ব্যবধানে হেরে যান। ভোট গণনা শেষে সদস্য প্রার্থী কামাল উদ্দিন পরাজয়ের খবর শুনে নিজেই প্রথমে বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর কর্মী-সমর্থকদের মারধর শুরু করে। অতর্কিত হামলায় কমপক্ষে ২০জন আহত হয়। আহত ১২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতলে নেয়া হলে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।


বিজয়ী প্রার্থী আরমান চৌধুরী বলেন, বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে। তারা কী সিদ্ধান্ত নিবেন আমি সেই দিকে তাকিয়ে আছি। পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকে আলাদা করেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালীতে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।


নির্বাচনে বিজয়ী যারা
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু। এ ছাড়া সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেন, ২ নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মো: সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো: জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে এইচএম শওকত রেজা চৌধুরী আরমান, ৬ নম্বর ওয়ার্ডে মনজুরুল ইসলাম চৌধুরী মোহন, ৭ নম্বর ওয়ার্ডে মো: মনিরুজ্জামান মনির, ৮ নম্বর ওয়ার্ডে মো: আতিক উল্যাহ সুজন। সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান, ২ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আরা বেগম।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন।

 


আরো সংবাদ



premium cement