২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অদৃশ্য হওয়ার জ্যাকেট!

-

প্রাচীন রূপকথা থেকে সাম্প্রতিক হ্যারি পটারের কাহিনী, জাদু জোব্বা পরে অদৃশ্য হয়ে যাওয়ার উদাহরণ কল্পকাহিনীতে ভূরি ভূরি। সেই কল্পনা বাস্তব হয়ে উঠতে খুব বেশি দেরি নেই। অন্তত তেমনই দাবি ব্রিটেনের এক দল বিজ্ঞানীর। ভলিবাক নামের একটি প্রযুক্তিনির্ভর পোশাক নির্মাতা সংস্থার বিজ্ঞানীরা দাবি করলেন, বছর দুয়েকের মধ্যেই বাজারে পাওয়া যাবে এমন পোশাক।
ব্রিটেনের এই পোশাক নির্মাতা সংস্থা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে যৌথভাবে এমন একটি জ্যাকেট তৈরি করে ফেলেছেন, যা ভবিষ্যতে এই অদৃশ্য জ্যাকেট তৈরিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে গবেষকদের একাংশের মত। যে পোশাকটি বিজ্ঞানীরা তৈরি করছেন, তাতে ব্যবহার করা হয়েছে ‘গ্রাফিন’ নামের একপ্রকার নরম, স্বচ্ছ ও উচ্চপরিবাহী পদার্থ। দেহের তাপমাত্রা ঢেকে রাখতে ৪২টি গ্রাফিনের পট্টি বসানো হয়েছে জ্যাকেটে। বিজ্ঞানীদের দাবি, এ পদার্থটির মধ্য দিয়ে কত আয়ন পরিবাহিত হচ্ছে, তা নিয়ন্ত্রণ করা যায়। এ পদ্ধতিতে দেহের তাপমাত্রা যতই বেশি থাক, তা ঢেকে রাখা সম্ভব। অন্য কথায়, যেভাবে ফোনের পর্দার দীপ্তি কম-বেশি করা যায়, কিছুটা তেমন কায়দাতেই দৈহিক তাপমাত্রার কতটুকু পোশাকের বাইরে আসবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব এই জ্যাকেটে। তবে এখনই বাজারে আসছে না এই পোশাক। বাণিজ্যিকভাবে উৎপাদন করতে অন্তত দুই বছর লাগবে বলে জানিয়েছে সংস্থাটি। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement