২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লেবার পার্টি ও এনপিপির সাথে বিএনপির সংলাপ

গুলশানে এনপিপির সাথে বিএনপির সংলাপ : নয়া দিগন্ত -

বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাথে দ্বিতীয় দফায় সংলাপ করেছে বিএনপি। গতকাল সকাল ১০টায় গুলশান কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির সাথে প্রথম বৈঠকটি হয়।
লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ফারুক রহমান, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, জহিরুল হক, আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা, হুমায়ুন কবির ও খন্দকার মিরাজুল ইসলাম।
এরপর বেলা সাড়ে ১১টায় গুলশান কার্যালয়ে জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলের সাথে বৈঠক হয়। বৈঠকে উপস্থিতি প্রতিনিধিদলের অন্যরা হলেন- মোস্তাফিজুর রহমান মোস্তফা, আ হ ম জহির হোসেন হাকিম, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন, বেলাল আহমেদ, ফরিদউদ্দিন, ফখরুজ্জামান, হাসিবুর রহমান ও আবুল কালাম আজাদ। দুইটি বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আমরা আজকে বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির সাথে যুগপৎ আন্দোলনের দাবিনামা নিয়ে আলোচনা করেছি। আমরা যে দাবিগুলোর খসড়া নিয়ে আলোচনা করেছি, এর ভেতরে প্রধান দাবিগুলো হচ্ছে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদ বাতিল, নতুন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি। অন্য দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা শেষে দাবিগুলো চূড়ান্ত করে আমরা যুগপৎ আন্দোলনে এগিয়ে যাবো।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সময়মত জানানো হবে। যুগপৎ আন্দোলন শুরু করলে এসব জানানো হবে। আমাদের রূপরেখায় থাকবে সংবিধানের ৫৮(খ), (গ), যেটা সংবিধানের (দ্বাদশ সংশোধনী) ছিল। তারই আলোকে রূপরেখা হবে।
দ্বিতীয় দফা সংলাপে এরই মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি ও কল্যাণ পার্টির সাথে বৈঠক করেছে বিএনপি।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল