১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
শাওন হত্যার প্রতিবাদ

গুলি করে আন্দোলন দমানো যাবে না : যুবদল

-

মুন্সীগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। সমাবেশে বক্তারা বলেন, গুলি করে আন্দোলন দমানো যাবে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে যুবদল রাজপথে লড়াই চালিয়ে যাবে।
বগুড়া অফিস জানায়, শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বগুড়া জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের নবাব বাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন এমপি, আলী আজগর হেনা, এমআর ইসলাম স্বাধীন, তাহা উদ্দিন নাহিন, যুবদলের জাহাঙ্গীর আলম, ছাত্রদলের নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। এর আগে জজকোর্ট এলাকা থেকে মিছিল বের হয়ে সমাবেশে মিলিত হয়।
রংপুর অফিস জানায়, পুলিশের গুলিতে যুবদলের মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরশাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাহদুল ইসলাম শাওনের মৃত্যুর ঘটনায় রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল শনিবার দুপুরে পুলিশি বাধা সত্ত্বেও নগরীর গ্রান্ড হোটেল মোড়ে কর্মসূচি পালন করে তারা।
দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে গ্রান্ড হোটেল মোড়ের সড়কে আসতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুগ্মসম্পাদক আকিবুল রহমান মনু, সহসাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, পীরগাছা উপজেলা সদস্য সচিব আব্দুল আলিম আলম, বদরগঞ্জ উপজেলা সদস্য সচিব মনিরুজ্জামান প্রামাণিক, বদরগঞ্জ পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সরদার প্রমুখ।
বক্তারা বলেন, বাধা দিয়ে গুলি করে মেরে আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে যুবদল লড়ছে, লড়বে।
নড়াইল প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন ভূঁইয়া হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের রূপগঞ্জ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্মসম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, নড়াইল পৌর বিএনপির আহ্বায়ক আজিজার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আরিফুজ্জামান মিলন, যুগ্মআহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, পৌর যুবদলের আহ্বায়ক জাভেদুল হক জনি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসান, শাহবাদ কামিল মাদরাসা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement