২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দিনাজপুর সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফের

-

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গতকাল হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলারসংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো: মোখলেছুর রহমানের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো: মোখলেছুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অন্যকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এদিকে জাতীয় শোকদিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকায় বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ সব প্রকার বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
রাজশাহীতে সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস পালন
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালনে গতকাল সোমবার সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমেই সহকারী হাইকমিশন কার্যালয়ে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা। এ সময় সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে দিবসটি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ব্রিজদেও প্রসাদ। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা, রাজশাহীতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী ও ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement