২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শিশুর মাস্ক নিয়ে বিতর্ক

-

বিমানে মায়ের কোলে থাকা একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শিশুটির পুরো মুখ ফেস মাস্ক দিয়ে ঢেকে রাখা হয়েছে। চোখ দিয়ে দেখার জন্য মাস্কে দুটো ফুটো করা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শিশুর মায়ের এমন উদ্যোগের কেউ কেউ প্রশংসা করছেন। আবার অনেকে একে শিশু নির্যাতন হিসেবে আখ্যা দিচ্ছেন। এ নিয়ে চলছে বিতর্ক।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এয়ার নিউজিল্যান্ডের একটি ফ্লাইটে ছবিটি তোলা হয়। যিনি ছবিটি তুলেছেন তিনি বলছেন, আমার কাছে ছবিটি খুব ভালো লেগেছে। এতে নিষ্ঠুরতার কিছু পাইনি আমি। তিনি বলেন, শিশুটি অনেক আনন্দে ছিল। সে খুশিতে লাফাচ্ছিল।
তবে অনেকেই এই ছবি দেখে বেশ সমালোচনা করেছেন। তাদের মতে, আমি যদি ফ্লাইটে এরকম কিছু দেখতাম তাহলে মাস্কটি সরিয়ে ফেলতাম। অনেকে বলছেন, ছবিটি দুঃখের। শিশুদের এভাবে মাস্ক পরানো হলে তাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে।

 


আরো সংবাদ



premium cement