২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

২০৬ পাথর কিডনিতে

-

ছয় মাস তীব্র যন্ত্রণা ভোগের পর ভারতের হায়দরাবাদের এক ব্যক্তি অপারেশনের পর খানিকটা স্বস্তি পেলেন। প্রায় এক ঘণ্টার অপারেশনে চিকিৎসকরা ৫৬ বছরের ওই পুরুষের কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেছেন। আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকরা ভিরামাল্লা রামালাকসমাইয়ার কিডনি থেকে এসব পাথর বের করেন। নালগোন্দা এলাকার এই বাসিন্দার পেটে কি-হোল সার্জারি করা হয়। এর আগে তিনি স্থানীয় এক চিকিৎসকের দেয়া ওষুধ খেতেন। এতে কেবল সাময়িকভাবে ব্যথা দূর হতো তার।
হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইউরোলোজিস্ট ড. পুলা নবীন কুমার সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘প্রাথমিক পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড স্ক্যানে ওই ব্যক্তির কিডনির বাম পাশে একাধিক পাথরের উপস্থিতি দেখা যায় এবং পরে সিটি কাব স্ক্যানেও তা নিশ্চিত হওয়া যায়।’ সার্জারির পর রোগী ভালোভাবেই সেরে ওঠেন। আর দ্বিতীয় দিনেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, গ্রীষ্মের অতিরিক্ত গরমে মানুষের শরীরে পানিশূন্যতার ঘটনা বাড়ে। এতে করে কিডনিতে পাথর জমা হতে পারে। তারা বেশি করে পানি, ডাব খাওয়ার পরামর্শ দেন।


আরো সংবাদ



premium cement

সকল