২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টানা ৭ কার্যদিবস পতনে পুঁজিবাজার

সাফকো স্পিনিংয়ের বিষয়ে তদন্ত কমিটি
-

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। এর মাধ্যমে টানা সাত কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক প্রায় ১০ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। সূচকের পতনের সাথে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সেই সাথে কমেছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
এ দিন শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ৭৫ পয়েন্ট কমে যায়। আর লেনদেনের এক ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৮০ পয়েন্ট।
এরপর অবশ্য বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। এতে বড় পতন থেকে বেরিয়ে একপর্যায়ে সূচক ঊর্ধ্বমুখিতার দেখা পায়। বেলা ১টা ২৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে যায়।
তবে সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা বেশি সময় স্থায়ী হয়নি। লেনদেনের শেষ ঘণ্টায় এসে আবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। ফলে বড় পতন দিয়েই শেষ হয় দিনের লেনদেন। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ পয়েন্ট কমে ছয় হাজার ২৫৮ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা সাত কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার।
এই সাত দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৪৪০ পয়েন্ট। এমন টানা পতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচকটি গত বছরের ১২ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দুই হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে এক হাজার ৩৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৩টির। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৬২ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯৪ কোটি পাঁচ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের ৩৪ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাহিনপুকুর সিরামিক। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, এসিআই ফরমুলেশন, আরডি ফুড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৮টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
হিরুদের বিরুদ্ধে তদন্তে বিএসইসি : সাফকো স্পিনিং মিলসের শেয়ার লেনদেনে বিভিন্ন অনিয়ম অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুসন্ধানে সাফকো স্পিনিংয়ের শেয়ার লেনদেনে আবুল খায়ের হিরু তার সহযোগীদের অনিয়ম উঠে এসেছে। যার আলোকে এ বিষয়ে তদন্ত করার জন্য দুই সদস্যের কমিটি গঠন করে আদেশ জারি করেছে কমিশন। সম্প্রতি বএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সদস্যরা হলেনÑ বিএসইসির উপপরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল ও মোহাম্মদ রতন মিয়া। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ডিএসইর প্রাথমিক তদন্তে মো: আবুল খায়ের হিরু মো: সজিব হোসেন কাজী ফরিদ হাসান ও সহযোগীরা সাফকোর ১০ শতাংশের বেশি শেয়ার কেনার মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উলেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা ২০১৮-এর বিধি ৪(১) লঙ্ঘন করেছে।
তদন্তে মো: সজিব হোসাইন এবং তার সহযোগীরা সাফকো স্পিনিং মিলসের শেয়ার সিরিজ লেনদেন ও দর বৃদ্ধির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯-এর ধারা ১৭(ই)(ভি) লঙ্ঘন করার বিষয়টি উঠে এসেছে।
এ ছাড়া তদন্তে সাফকোর শেয়ার লেনদেনে মো: সজিব হোসেন ও মো: আবদুল কুদ্দুস আমিন মো: সুলেমান এবং নুরুননেসা সাকি মিথ্যা ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।
এইসব অভিযুক্তরা ছাড়াও সাফকো স্পিনিংয়ের শেয়ারে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে শান্তা সিকিউরিটিজ কমিশনের এসইসি/সিএমআরআরসিডি/ ২০০১-৪৩/৪২ লঙ্ঘন করেছে।

 


আরো সংবাদ



premium cement
মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল

সকল