২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঠাকুরগাঁওয়ে বাবা-ছেলেসহ সারা দেশে নিহত ৮

-

ঠাকুরগাঁওয়ে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় বাবা- ছেলেসহ পল্লীবিদ্যুতের একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। দিনাজপুরে বাসের সাথে ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক শিক্ষক ও সাতক্ষীরার তালায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, রোববার সকালে সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের কচুবাড়ী ভাটা নামক স্থানে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পল্লীবিদ্যুৎ কর্মচারী ধনকৃষ্ণ রায় (৩৮) এর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা আবুল কালাম (৪০) নামে আরেক আরোহী। ধনকৃষ্ণ রায় দিনাজপুর জেলার মোক্তব বাজার এলাকার হরিপদ রায়ের ছেলে।
এর আগে শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা করিমুল (৪৫) ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা ছেলে আরমান (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে।
দিনাজপুর সংবাদদাতা জানান, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী দৌলতপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গতকাল রোববার আমবাড়ী দৌলতপুর ইসান অ্যাগ্রো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মুসাসাহা করোঞ্জী এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ইসহাক আলী (৬৫) ও একই উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়নের ভবানীপুরের বাসিন্দা আতা মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। এ ঘটনায় আহত হয় মিনহাজুল ইসলাম (১৫) নামের এক ব্যক্তি। তিনি ফুলবাড়ী উপজেলার এলুবাড়ী শলাকুড়ি এলাকার বাসিন্দা।
বংগুড়া অফিস জানায়, বগুড়ায় গরুবাহী ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি শাজাহানপুর উপজেলার আগড়া পশ্চিমপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে ও গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেনÑ খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আবদুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো: জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো: আবু তালেব (৭০)। রোববার বিকেলে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা এলাকায় ওই ঘটনা ঘটে। ঘাতক বাসটি (যার নম্বর-খুলনা মেট্রো-জ- ১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement