২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ডিএসই-সিএসইতে সূচক বেড়েছে

-

বড় উত্থানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে লেনদেন শুরু হলেও সপ্তাহের প্রথম দিন রোববার দিন শেষে তা বজায় থাকেনি। যদিও লেনদেন শেষে সূচক সামান্য ঊর্ধ্বমুখী ছিল। এ দিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২.৩৬ পয়েন্ট। চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এ দিন সিএসইর প্রধান সূচক বেড়েছে ২১.৪৯ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৩০ মিনিটে সূচক ৫৪ পয়েন্ট বেড়ে যায়। দুই ঘণ্টা পরও সূচক আগের দিন থেকে ২৮ পয়েন্ট বেশি ছিল। শেষের দিকে শেয়ার বিক্রির চাপ বাড়লে সূচক কমতে থাকে। একপর্যায়ে আগের দিনের চেয়ে নিচে নেমে যায়। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেশি ৭ হাজার ১৯ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
সূচক বেড়েছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২১ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৬৭ দশমিক ৪০ পয়েন্টে। এ দিন ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ২১ দশমিক ২৪ শতাংশ বা ২৬৩ কোটি ৯৬ লাখ টাকা বেড়েছে। এ দিন এক হাজার ৫০৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল এক হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকা।
ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির এবং কমেছে ১৫১টির। অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫৯৮ দশমিক ৩৫ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০ : বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, আরএকে সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল, পাওয়ার গ্রিড, ফারইস্ট ইসলামী লাইফ, জিপিএইচ ইস্পাত, পেনিনসুলা চিটাগং, তৌফিকা ফুড, তিতাস গ্যাস।
দাম বাড়ার শীর্ষ ১০ : আজিজ পাইপস, বিডি অটোকারস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, মতিন স্পিনিং, শমরিতা হসপিটাল, ফাইন ফুডস, স্কয়ার টেক্সটাইল, ফু-ওয়াং ফুড ও ফারইস্ট ইসলামি লাইফ।
দর হারানোর শীর্ষ ১০ : বসুন্ধরা পেপার মিল, ড্যাফোডিল কম্পিউটারস, রবি আজিয়াটা, ইস্টার্ন ক্যাবলস, রানার অটোমোবাইলস, বিচ হ্যাচারি, তৈাফিকা ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও ডেসকো।
তবে এ দিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ২১.৪৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬৭.৪০ পয়েন্টে। সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। রোববার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় দশমিক ৩৪ শতাংশ বা ১৪ লাখ ৩৭ হাজার টাকা বেড়েছে। মোট ৪২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪২ কোটি ৩০ লাখ টাকা।

 


আরো সংবাদ



premium cement