২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মহামারী কোটিপতি

-

করোনা মহামারীতে যখন বিশ্বের ১৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন, ঠিক তখনই এশিয়ায় ২০ জন নতুন ধনকুবের তৈরি হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের প্রতিবেদনে ওই ২০ জনকে ‘মহামারী কোটিপতি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘গত বছরের মার্চ পর্যন্ত করোনা মোকাবেলায় চিকিৎসা সরঞ্জাম ও পরিষেবা থেকে অর্জিত মুনাফা এই ২০ জনকে নতুন কোটিপতি বানিয়েছে।
চীন, হংকং, ভারত ও জাপানের নতুন কোটিপতিদের মধ্যে রয়েছেন লি জিয়ানকুয়ান, যার ব্যবসাপ্রতিষ্ঠান উইনার স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) তৈরি করে এবং ডাই লিঝং, যার কোম্পানি সানসুর বায়োটেক করোনা পরীক্ষার কিট উৎপাদন করে।
অক্সফাম এশিয়ার ক্যাম্পেইন প্রধান মোস্তফা তালপুর বলেন, ‘এশিয়ার দরিদ্র্র জনগণকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, বেকারত্ব, ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে করোনা মহামারী। এতে গত কয়েক দশক ধরে এই অঞ্চলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে যে অর্জন, তা মুছে গেছে। এটা সত্যিই আপত্তিজনক ও অগ্রহণযোগ্য।’ ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement