২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

১৫-তেই অবসরে!

-

সারা জীবনের হাড়ভাঙা খাটুনির পর অবসর জীবন উপভোগ করতে কে না চান! অনেকে আবার কর্মজীবন থেকে আগেভাগেই অবসর নিতে চান। কর্মজীবন শেষ করতে চায় অস্ট্রেলিয়ার এক স্কুলছাত্রীও। তবে তার জন্য ৪০ বা ৫০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে চায় না সে। বরং ১৫ বছর বয়সই কর্মজীবনের ইতি টানতে চায় পিক্সি কার্টিস নামের ওই ছাত্রী। যে বয়সে বেশির ভাগ শিশুই রঙ পেন্সিল দিয়ে আঁকিবুঁকি কাটে, সে বয়সেই দু-দুটি ব্যবসা সামলাচ্ছে ওই স্কুলছাত্রী। নিজের ব্যবসার মুনাফা থেকেই মাত্র ১০ বছর বয়সে ধনকুবের হয়ে গিয়েছে পিক্সি। শুধু তা-ই নয়, ১০ বছরের পিক্সির আর মাত্র পাঁচ বছর কাজ করার ইচ্ছে রয়েছে। ফলে ১৫-তেই ব্যবসা গুটিয়ে ফেলতে পারে সে। তার এই ঘোষণায় সাড়া পড়ে গেছে আন্তর্জাতিক মহলে।
নিশ্চয়ই ভাবছেন, কিসের ব্যবসা করে পিক্সি? তার আগে বলে নেয়া যাক, এখনো প্রাথমিক স্কুলের গণ্ডি পার না করলেও পিক্সির ব্যাংক অ্যাকাউন্টটি অস্ট্রেলীয় ডলারে ডলারে সয়লাপ। পিক্সির প্রথম ব্যবসা শুরু হয়েছিল একেবারে শিশু বয়সে। সে সময় তার বয়স ছিল মাত্র দু’বছর। যদিও তার নামে সে ব্যবসা শুরু করেছিলেন পিক্সির মা। ব্যবসায়ী হিসেবে তিনি নিজেও অত্যন্ত সফল। কিছু দিনের মধ্যেই সে ব্যবসা ফুলেফেঁপে উঠেছিল। তবে মুনাফার অঙ্ক দেখে থেমে থাকেনি পিক্সি। গত বছরের মার্চে দ্বিতীয় ব্যবসা শুরু করে পিক্সি। এবার চালু করে শিশুদের খেলনা তৈরির সংস্থা ‘পিক্সিস ফিজেটস’। প্রথম মাসেই অভাবনীয় মুনাফা। এক মাসেই দুই লাখ ডলারের বিক্রি। প্রথম ৪৮ ঘণ্টাতে সব খেলনা বিক্রি হয়ে গিয়েছিল। দু’টি ব্যবসাই ‘পিক্সিস পিক্স’ নামে মূল সংস্থার আওতাধীন। এই বয়সেই মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ায় যারপরনাই খুশি পিক্সির মা রক্সি। তবে একই সাথে মেয়েকে সাবধানও করে দিয়েছেন তিনি। রক্সি বলেন, ‘সাফল্যের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কি ভাবে নানা খাতে বিনিয়োগ করা যায়, তা ওকে শেখানো। সেই সাথে এত টাকাপয়সা যাতে নয়ছয় না করে, সে দিকেও খেয়াল রাখতে হবে।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement