২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
মাদারীপুরে ৭ জন গুলিবিদ্ধসহ আহত ২৫

নওগাঁয় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

-

নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিধান ওড়াও (২৫) নামে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য দিকে মাদারীপুর সদরে সহিংসতায় সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর বদলগাছীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত যুবক বিধান ওড়াও (২৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এ ঘটনায় শাকিল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাশবাড়ী ইউনিয়নের ৫ ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের দুই পক্ষের মধ্যে সোমবার দুপুরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় ২০ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর নিহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ী মেম্বার শাহিন আলমের সমর্থক বিধান ওড়াও গতকাল বেলা ৩টার দিকে মারা যান। তিনি চকাবীর আধিবাসী পাড়ার গোপাল চন্দ্র ওড়াওয়ের ছেলে। আটক শাকিল হোসেন উপজেলার নাজিরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী-পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মেম্বার (বিজয়ী ও পরাজিত) বাদি হয়ে থানায় পৃথক দু’টি মামলা করেছে। এ ঘটনায় শাকিল হোসেন নামে এক যুবককে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়েছে।
মাদারীপুর সংবাদদাতা জানান, মাদারীপুর সদরে ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা গ্রামে গত সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- দত্ত কেন্দুয়া গ্রামের বাবুল মজুমদার, মো: কুদ্দুস, মাসুদ, রণজিত, শাজাহান মিয়া, রফিক ও মো: কায়সার।
পুলিশ জানায়, ২৮ নভেম্বর কেন্দুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে শাহ মো: রায়হান কবীর জয়ী হন। পরাজয়ের পর সোমবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাগর মিয়ার সমর্থকরা রায়হানের সমর্থকদের বাড়িতে হামলা, লুটপাট চালায় ও আগুন দেয়। এরপর দুই পক্ষের লোকজনের সংঘর্ষ শুরু হলে সাতজন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুলিবিদ্ধদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ এর আগে সোমবার বিকেলে মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের করিম বাজার এলাকায় সংরক্ষিত নারী সদস্যপদে জয়ী হাসিয়া বেগমের এক সমর্থকের বাড়িতে পরাজিত সুফিয়া বেগমের লোকজনের হামলার অভিযোগ ওঠে। হাসিয়ার সমর্থক আনোয়ার মাতবরের
অভিযোগ, সুফিয়ার সমর্থকরা তার বাড়িঘর ভাঙচুর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছেন। হামলায় আহত হয়েছেন তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য।
মাদারীপুর জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নির্বাচন-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। কোথাও সংঘর্ষের খবর পেলে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। কোনোভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।’

 


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল