২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নারায়ণগঞ্জ সিটিতে ভোট ১৬ জানুয়ারি

-

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন। পাশাপাশি একই দিনে একাদশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ। গতকাল কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দিকে আগামী ৫ জানুয়ারি স্থানীয় সরকার নির্বাচনে পঞ্চম ধাপের পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে ইসির ৯১তম কমিশন সভা শেষে ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী নাসিক ও টাঙ্গাইল-৭ আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২২ ডিসেম্বর। অন্য দিকে একই তফসিলে নির্বাচন হবে নোয়াখালী, নাটোরের বাগাতীপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নাটোর পৌরসভার স্থগিতকৃত নির্বাচন।
পঞ্চম ধাপের ইউপি : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে গতকাল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৫ জানুয়ারি।


আরো সংবাদ



premium cement