২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জাগো নিউজ।
ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি মন্দবাগ রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকল ইঞ্জিন সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।


আরো সংবাদ



premium cement