২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে নিহত ৮

-

নারায়ণগঞ্জে তিনজনসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একাধিক ব্যক্তি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে মহিলা, শিশু, ভ্যানচালক ও সাধারণ পথচারী রয়েছেন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শোয়াইব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা আরো একজন আহত হয়েছেন। নিহত শোয়াইব (২০) ফতুল্লার ইসদাইর (নানাবাড়ি) এলাকার আবু মঈনের ছেলে। গত মঙ্গলবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা কারাগারের কাছে রাস্তা পারাপারের সময় জাহান আরা বেগম নামে এক মহিলা পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় কড়ইতলা এলাকায় অজ্ঞাত এক গাড়িচাপায় ৭০ বছর বয়স্ক এক মহিলা নিহত হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মহিলাসহ তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এবং সদর উপজেলার তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে খালেদ হাসান (২৫) ও নোয়াখালীর কবিরহাট উপজেলার রবিউল ইসলাম (২১)। মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ওসি আজিজুল হক জানান, বুধবার সকালে বাসাইলের গুল্লা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান রবিউল। এ ছাড়া সদর উপজেলার তারটিয়ায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী খালেদ হাসান মারা যান। এ ঘটনায় তার বড় ভাই বিপ্লব খান আহত হয়েছেন।
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার মহানগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেটের সামনে এ দুঘটনা ঘটে। স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত শিশু তাহসীন রহমান রাফিল (৪) ঢাকার ধামরাই থানার মাকুলিয়া এলাকার মশিউর রহমানের ছেলে। আটক সিএনজি চালক ওমর ফারুক (২৭) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নিজাম খাঁ এলাকার ইসরাফিল আলমের ছেলে। জিএমপির কাশিমপুর থানার এসআই হানিফ মিয়া জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট এলাকায় নানাবাড়ি বেড়াতে আসে তাহসীন। বুধবার দুপুরে সে দৌড়ে বাসার পাশের সড়ক পার হচ্ছিল। এ সময় স্থানীয় মোজারমিলগামী সিএনজি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বদলগাছী ও মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বদলগাছী-মাতাজি সড়কের ভুতকুড়ি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক চাকরাইল যুগিপাড়া গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভ্যানটি ব্রিজে পৌঁছানোর পর পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক ফারুক হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটক করলেও কৌশলে বাসের ড্রাইভার পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে পরিবারের কেউ বাদি না হওয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কেশব চন্দ্র হালদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, অবসরপ্রাপ্ত ইউপি সচিব কেশব চন্দ্র হালদার গত মঙ্গলবার বিকেলে উপজেলার বেতমোর গ্রামে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল