২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সরকারের পৃষ্ঠপোষকতায় কুমিল্লার ঘটনা : গয়েশ্বর রায়

-

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলার ঘটনা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটেছে। এসব ঘটনায় সরকার হয় ব্যর্থতা স্বীকার করবে, আর যদি ব্যর্থতা স্বীকার না করে তাহলে বুঝতে হবে সরকার ইন্ধনদাতাদের একজন। তিনি শনিবার কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় ক্ষতিগ্রস্ত নগরীর কাপড়িয়াপট্টি চাঁন্দময়ী রক্ষা কালী মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন।
গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আটক ইকবাল ভবঘুরে, উন্মাদ। সে রাস্তায় রাস্তায় ঘোরে। তাহলে কারা তাকে ইন্ধন দিলো, সেটা খুঁজে বের করতে হবে। নানুয়ার দীঘির পাড়ের ঘটনার পর সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। কুমিল্লায় কিছু অপরিচিত যুবক বাড়িঘর, মন্দিরে হামলা লুটপাট করে। অথচ পুলিশ মামলা দিচ্ছে বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে। জামায়াতকে দিনে দেখা যায় না, রাতেও দেখা যায় না, তারা কিভাবে হামলা-ভাঙচুর করতে পারে? হিন্দু-মুসলমানকে পারস্পরিক মুখোমুখি দাঁড় করাতে এটা সরকারের ষড়যন্ত্র।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অজয় রায় চৌধুরী, গৌতম রায়, দেবাশীষ চৌধুরী, অমলেন্দু দাস, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোস্তাক মিয়া প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল