২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হবিগঞ্জে ৩ জনসহ বিভিন্ন স্থানে নিহত ৯

-

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একাধিক ব্যক্তি। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে আন্দিউড়ার কাছে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাসের সাথে মাধবপুরগামী সিএনজির (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার শিশু সন্তান মোশরফ (৫) ও শাহিনুর আক্তার রুপা (৭) ও বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (২৫) নিহত হন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে।
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চাকরিপ্রার্থীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-ময়মনসিহ মহাসড়কের সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট ও কাপাসিয়া-কালীগঞ্জ সড়কে চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুরের আনসার আলীর ছেলে জামান (৩০) এবং কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামের আশরাফুল ইসলাম মনিরের ছেলে তৌহিদুল ইসলাম রাফি (৬)। জিএমপির সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টায় গার্মেন্টে চাকরির সন্ধানে অটোরিকশায় সালনা বাজার এলাকায় যাচ্ছিলেন জামান। পথে অক্সফোর্ড গার্মেন্ট কারখানার সামনে একটি মিনিবাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের উপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহান ইসলাম (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া নতুনপাড়ার শাহিদুল ইসলামের ছেলে। সোহান পেশায় একজন লেদ মিস্ত্রি ছিল। পরিবার সূত্র জানায়, দর্শনা হাজিপাড়ার মালেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লেদ মেশিনে কাজ করত সোহান। দুপুরে ওয়ার্কশপের মোটরসাইকেল নিয়ে বাড়িতে খাবার খেতে যাচ্ছিল। পথে দর্শনা পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোহান। এ সময় হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি উল্টে রাস্তার ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক মহিলা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নূরুল আলম আশেক বলেন, সিনেমা প্যালেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহতাবস্থায় এক নারীকে চমেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অটোচাপায় পাঁচ বছরের মুজাহিদ নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের যতœ প্রকল্পের টাকা নিতে শিশুটির মা পারভীন আক্তার অটোযোগে শিশুটিকে নিয়ে জাহাঙ্গীপুর সিডস্টোর চৌরাস্তা আসার পথে শিশুটি অটো থেকে পড়ে গিয়ে অটোচাপায় গুরুতর আহত হলে তাকে নান্দাইল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, শিশুর মা যতœ প্রকল্পের টাকা নিতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে। অটো চালক রায়পাশা গ্রামের হাবিবের ছেলে ইয়াসিনকে (১৮) স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দর্শনা-জীবননগর সড়কের রশিক শাহ কবরস্থানের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক সোহান আহমেদ (১৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সে দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল