২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

উন্নয়ন ও সাফল্যকে নষ্ট করতে চাইলে দাঁতভাঙা জবাব : ওবায়দুল কাদের

-

বিএনপির সিরিজ বৈঠককে ‘ষড়যন্ত্র বৈঠক’ হিসেবে অভিহিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করার ইচ্ছা মনে হয় আপনাদের আছে। সেই দুরভিসন্ধি নিয়ে এগিয়ে যাচ্ছেন। একটি কথা মনে রাখবেন, আবার যদি কোনো সহিংসতার পথ বেছে নেন, দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন, শেখ হাসিনার উন্নয়ন-অর্জন ও সাফল্যকে খাটো করতে চান, নষ্ট করতে চান তাহলে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ‘মানবতার আলোকবর্তিকা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও দুস্থদের মাঝে রিকশা-ভ্যান বিতরণ কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে কোনো অর্জন নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আজকে অবাক লাগে। মির্জা ফখরুল বলেন, এই সফরে কোনো অর্জন নেই। ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসঙ্ঘের অধিবেশনের প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, সারা দুনিয়া আজকে মুগ্ধ। বাংলাদেশের মর্যাদা শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি পড়েননি! এই পত্রিকার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বহুল প্রচারিত পত্রিকাগুলোও এমন মন্তব্য করেছে। তিনি আরো বলেন, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কন্যা টিকা বৈষম্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে পেরেছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেছেন, আমাদের নিজেদের সমস্যা-সঙ্কট আছে এর ভেতরেও এতদিন ধরে আমরা ১১ লাখ রোহিঙ্গা মিয়ানমারের নাগরিকদের আশ্রয়-খাবার দিচ্ছি। এই সমস্যা সমাধানে বিশ্বের বড় দেশগুলো আমাদের জন্য কিছুই করেনি। সাহস করে বঙ্গবন্ধুকন্যা এই সত্য উত্থাপন করেছেন। আর আপনারা সমালোচনা আর বিদ্বেষমূলক অপপ্রচার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আরো একধাপ নিচে নেমে গেছেন।
এ সময় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে আপসহীন নেতৃত্ব দিয়েছিলেন। যে আওয়ামী লীগকে বিএনপি নেত্রী বলেছিলেন, ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না, সেই আওয়ামী লীগ মোট ১৮ বছর টানা অতিক্রম করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের নেতৃত্ব দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।


আরো সংবাদ



premium cement