২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে ১৩ জন নিহত

-

কুমিল্লার চান্দিনায় তিনজন ও গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এসব দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। এদের অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী, শিশু, মোটরসাইকেল আরোহী, জাহাজের ক্রু ও সাধারণ যাত্রী রয়েছেন।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৪২) কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে, রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরপাইয়াতলী গ্রামের জয়নাল সরদারের ছেলে মিঠুন সরদার লিটন (২৬)। গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেন ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কাভার্ডভ্যান হেলপার রাব্বি (২৫)।
গাজীপুর ও শ্রীপুর সংবাদাদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত দম্পতি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুরে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় স্বামী-স্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে রূপজান বেগম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত আবুল হোসেনকে (৭৮) উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বরিশাল ব্যুরো জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদ্দাম উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের মৃত বাবুল হাওলাদারের ছেলে। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর অফিস জানায়, রংপুরের তারাগঞ্জের ইকরচালিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হারুন অর রশিদ (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ নুরুজ্জামান জানান, বাড়ি থেকে তারাগঞ্জ যাওয়ার পথে ইকরচালি বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই চালক হারুন মারা যায়। সে দোহাজারী এলাকার আজিজুর রহমানের ছেলে। এ সময় আরোহী নজরুল ও হেলাল গুরুতর আহত হয়। তাদেরকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে একই দিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৫২) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। গত বুধবার মধ্যরাতে বনপাড়া-হাঁটিকুমরুল-ঢাকা মহাসড়কে উপজেলার লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী চুয়াডাঙ্গা সদরের স্কুলপাড়া গ্রামের আত্তাব আলীর ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি মোফাজ্জল হোসাইন জানান, বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ট্রাক বনপাড়া-হাঁটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় এসে বিকল হয়ে পড়ে। এ সময় চালকের সহকারী শাহজাহান আলী নেমে ট্রাকের পেছনে গিয়ে বিকল হওয়ার কারণ বোঝার চেষ্টা করছিলেন। একই সময়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী অপর একটি ট্রাক এসে বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় চালকের সহকারী পেছনের ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি জব্দ করা হয়েছে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর হাতিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আবদুল মান্নান (৪০) উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়নের কাজরে টেক গ্রামের আবদুল মোতালেবের ছেলে। গত বুধবার রাতে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের জাহাজ মারা-নলচিরা সড়কের মুলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে বালুভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে দুর্ঘটনার জোন নামে খ্যাত দাশুড়িয়া তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দাশুড়িয়া ডিগ্রিপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে সাইকেল আরোহী হামিজ উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত পথচারী হামিজ উদ্দিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের তেঁতুলতলা বড় পুকুর এলাকায় বালুবোঝাই ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সংবাদদাতা জানান, গাছ বোঝাই ট্রাকচাপায় নাসির উদ্দিন মিজি (৫০) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এম এম নুরুল হক উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির মিজি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই একটি ট্রাক চাঁদখার বাজার এলাকায় এলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় নিহত নাসির উদ্দিনকে ট্রাকটি প্রায় ৫ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজিচালক ট্রাকের নিচ থেকে তার লাশ উদ্ধার করেন। চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকরা আটক করে রাখে। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল মান্নান (২৮) নামের জাহাজের একজন ক্রু নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরো দু’জন আহত হয়েছেন। গত বুধবার রাতে চরঈশ্বর মূলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান হাতিয়ার হরণী ইউনিয়নের কাজীরটেক এলাকার আবদুল মোতালেবের ছেলে। আহতরা হচ্ছেন, একই এলাকার রুহুল আমিনের ছেলে আফসারসহ দু’জন। হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ইভা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গতকাল রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা নেত্রকোনা জেলার আটপাড়ার মোবারকপুরের ইব্রাহীম মিয়ার মেয়ে। এ ঘটনায় ইভার বাবা-মা ও আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নেত্রকোনা থেকে একটি মাইক্রো বাসে চট্টগ্রামে যাচ্ছিল। মাইক্রো বাসের যাত্রীরা সবাই চট্টগ্রামের পোশাক কারখানার কর্মী। ঈদের ছুটি কাটিয়ে তারা চট্টগ্রামে ফিরছিলেন। পথে মাইক্রো বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে অন্তত ১৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় থানা পুলিশ। সেখানে শিশু ইভাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


আরো সংবাদ



premium cement