১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

মানিকগঞ্জ ও নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে ৭ জন নিহত

-

মানিকগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আরো অনেকে গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী, নেত্রকোনায় দুই যাত্রী, ময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধা, চট্টগ্রামে এক যুবক ও ঢাকার আশুলিয়ায় এক পথচারী রয়েছে।
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, মানিকগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর রহমান সিএনজি পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল চালক আব্দুল আলিম (২৬) শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আর দীপক হালদার (২৫) একই উপজেলার কান্দা শাকরাইল গ্রামের দীনেশচন্দ্র হালদারের ছেলে। আব্দুল আলিম রাজধানীর তেজগাঁও আড়ং কার্যালয়ে চাকরি করতেন এবং দীপক হালদার তাঁতিবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। তারা দু’জনই সাপ্তাহিক ছুটি কাটিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন।
নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। গত শুক্রবার সন্ধ্যায় সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া কালিবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঠাকুরাকোনা থেকে পাথরবাহী একটি ড্রাম ট্রাক নেত্রকোনার দিকে আসছিল। পথে কান্দুলিয়া কালিবাড়ী কমিউনিটি ক্লিনিক এলাকায় পাথরবোঝাই ড্রাম ট্রাকটি সিএনজির উপর উঠে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই সিএনজি যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হন। নিহতরা হচ্ছেন নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবুল বাশার ফকির (৩৫) ও কলমাকান্দা উপজেলার বাকশাকরা গ্রামের মৃত তাইজ উদ্দিন ছেলে ছিদ্দিকুর রহমান (৪০)। আহতরা হচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও বারহাট্টা উপজেলার চানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোশাহিদ (২৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে আঠারবাড়ি লক্ষ্মীগঞ্জ সড়কে রসুলপুর আলিম মাদরাসার সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধা সখিনাকে (৬৫) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, নিহত বৃদ্ধা রসুলপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সাগরিকা মোড়ে সড়ক দুর্ঘটনায় রামকৃষ্ণ (৪৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রামকৃষ্ণ সাতকানিয়া থানার ধর্মপুর বণিকপাড়া এলাকার পরশুরাম শর্মার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলব্রত বড়ুয়া নয়া দিগন্তকে জানান, গুরুতর আহত অবস্থায় রামকৃষ্ণকে চমেকে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সাথে ড্রাম ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) টাঙ্গাইলের মধুপুর থানার দরিহাতি গ্রামের ঈমান আলীর ছেলে। পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমিল এলাকায় একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির এক ড্রাম ট্রাক ধাক্কা দিলে সাইফুল ঘটনাস্থলেই নিহত হন।


আরো সংবাদ



premium cement