২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদীর পানি বাড়ছে

-

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল বাড়ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যমতে, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
পর্যবেক্ষণাধীন ৩৯টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৯টির, ,হ্রাস পেয়েছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটির।
এ দিকে দেশের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৮ মিলিমিটার, খেপুপাড়ায় ১৬ মিলিমিটার, মংলা ও যশোরে ১২ মিলিমিটার, টাঙ্গাইলে ৯ মিলিমিটার এবং সৈয়দপুর ও চাঁদপুরে ৮ মিলিমিটার।


আরো সংবাদ



premium cement