২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নেপালের সাথে এবার ঢাকার ফ্লাইট বন্ধ

-

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা থেকে নেপালে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে ১২ দেশে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিমান নিয়ন্ত্রণ সংস্থা।
রোববার কর্তৃকক্ষের জারি করা সার্কুলারে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১২টি দেশকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ওইসব দেশের যাত্রীদের বাংলাদেশে আসা এবং যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই তালিকায় নতুন করে যোগ হলো নেপাল। নিষেধাজ্ঞায় থাকা ১২ দেশ হচ্ছেÑ আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া। এসব দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা নিজ নিজ দেশের দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবে। সে ক্ষেত্রে তাদের দেশে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিজ খরচে সরকারনির্ধারিত হোটেলে বুকিং করতে হবে।


আরো সংবাদ



premium cement