২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

-

প্রাইমারির মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের জন্য ২০২১-২২ অর্থবছরে অর্থ বরাদ্দ করাসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাশিক্ষক সমিতি। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সহসভাপতি মাওলানা মো: শাহজাহান, মাওলানা এ বি এম আব্দুল কুদ্দুস, যুগ্ম-মহাসচিব আবু মুসা ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব বশির উল্লাহ আতাহারী প্রমুখ।
মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ১৫১৯টি ইবতেদায়ি মাদরাসায় সর্বসাকুল্যে প্রধান শিক্ষক ২৫০০ টাকা, সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। বাকি রেজিস্ট্রেশন প্রাপ্ত মাদরাসাগুলোর শিক্ষকরা ৩৭ বছর ধরে বেতনভাতা থেকে বঞ্চিত। যা এই দ্রব্যমূল্যের বাজারে অমানবিক, শিক্ষকদের অবমাননা ছাড়া কিছুই না। বক্তারা আরো বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রভাবে সারা দেশের বেতন বঞ্চিত কর্মরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাশিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। আগামী ঈদুল ফিতরের আগে ২০২১-২২ অর্থবছরের অর্থ বরাদ্দে প্রস্তাবসহ সাত দফা দাবি বাস্তবায়নের ঘোষণা না দিলে কোভিড-১৯-এর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে। ২৩ মে দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ৩০ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement