২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শিশুসহ ৫ জন নিহত

-

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একাধিক ব্যক্তি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে শিশু ছাড়াও মোটরসাইকেল আরোহী, সাধারণ যাত্রী, বিদ্যুৎকর্মী রয়েছেন।
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-টেকনাফ সড়কে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মিজানুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাঙ্গরঘোনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উখিয়া কুতুপালং পূর্বপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে। পরিবার সূত্র জানায়, মিজান চাকরির ডিউটি শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে উখিয়া সদরে যাওয়ার পথে তার গাড়ির সাথে মালবাহী এক মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে চট্টগ্রাম পাঠান। পরে চট্টগ্রাম মেডিক্যালে যাওয়ার চিকিৎসা শুরুর আগে তার মৃত্যু হয়। নিহত মিজান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মরত ছিলেন। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শম্পা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় শিশু শম্পা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু শম্পা ছালুয়াতলা গ্রামের দারোগালির মেয়ে। নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা জানান, রংপুর বগুড়া মহাসড়কের মোকামতলা চৌকিরঘাট নামক স্থানে ট্রাকচাপায় এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যাটারিচালিত অটোভ্যানটি যাত্রী নিয়ে মোকামতলা যাচ্ছিল। পথে চৌকির ঘাট নামক স্থানে ভ্যানটি বিকল হয়ে গেলে রংপুরগামী এক ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী নিহত হন। নিহত ব্যক্তি শিবগঞ্জ সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট এলাকার ইমরান হোসেন (৩৮)। একই ঘটনায় আহত অটোভ্যান চালক গাবতলী উপজেলার কাগইল গ্রামের আলীর ছেলে আলমগীর হোসেনকে (৪০) গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে ইটবোঝাই পিকআপ চাপায় তৃষা কর্মকার (২৫) নামে এক পল্লী বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা কর্মকার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের রবিশ^র কর্মকারের মেয়ে। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসে বিলিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তৃষা ফরিদগঞ্জ বাজারে যাওয়ার পথে টিঅ্যান্ডটি এলাকায় একটি ইজিবাইকে ওঠেন। পথে একটি বেপরোয়া গতির চাঁদপুরগামী ইটবোঝাই পিকআপ চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানিয়েছেন, মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম আসার পথে সড়ক দুর্ঘটনায় মো: মহিউদ্দিন (৩২) নামে এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। গতকাল ২২ এপ্রিল বিকেলে ফেনীর লালপোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আইনজীবী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামের মরহুম বদি আলমের সন্তান বলে জানা গেছে।
হাইওয়ে আইসি জাকির হোসেন ও উপপুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে একটি চলন্ত গাড়িতে পেছন দিকে ধাক্কা দিয়ে সে ছিটকে পড়ে, এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল