২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ভারতে বিধান সভার নির্বাচন

বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

-

ভারতের উত্তর ২৪ পরগনায় বিধান সভা নির্বাচন ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে বৃহস্পতিবার থেকে টানা দু’দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি- রফতানি বন্ধ থাকায় দু’বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই রয়েছে বাংলাদেশের শত ভাগ গার্মেন্ট শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য। তবে এ পথে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ থাকলেও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমাদের বনগাঁ থানায় আজ বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা বিঘœ ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল বলেন, গতকাল বৃহস্পতিবার বনগাঁ থানায় বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে। আর শুক্রবার আমাদের সরকারি ছুটির কারণে বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলে ও বেনাপোল বন্দরে লোড আনলোডসহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক আছে। শনিবার ২৪ এপিল থেকে এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।


আরো সংবাদ



premium cement