২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামে তারাবি নিয়ে পুলিশের সাথে মুসল্লিদের বাগি¦তণ্ডা : গ্রেফতার ১১

-

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক বি-ব্লকের কয়েক হাজার মুসল্লি ধারণ ক্ষমতার মসজিদে সরকারি বিধিনিষেধের আওতায় তারাবির নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সাথে মুসল্লিদের বাগি¦তণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ ঘটনায় ৩০ মুসল্লিকে আটকের পর যাচাই শেষে গতকাল বৃহস্পতিবার ১১ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সাহেদুজ্জামান (১৯), জিয়াউদ্দিন (২০), মোহাম্মদ ইব্রাহিম (২০), মো: হোসেন রবিন (৩৪), কফিল উদ্দিন (৩৮), আলী হায়দার (৩৫), মো: আমিরুল হক (৩৬), ইউনুছ ইবনে ফরিদ মিয়া, আজম মো: সরওয়ার, মেহেদী হাসান (২৪) ও মাহমুদুল হক।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিশাল মসজিদটিতে রমজানের প্রথমদিন বিপুলসংখ্যক মুসল্লি তারাবি নামাজ আদায় করতে যান। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে মুসল্লিদের সাথে পুলিশের বাগি¦তণ্ডা হয়। পরে ৩০ জনকে আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে বি-ব্লকের ওই মসজিদে তারাবি পড়া নিয়ে মুসল্লিরা বিভক্ত হয়ে পড়ে। এ সময় মুসল্লিদের একটি পক্ষ ‘নারায়ে তাকবির’ বলে স্লোগান দেয়। এরপর সংঘর্ষ আশঙ্কার কথা জানিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে মসজিদ কমিটির লোকজন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে নামাজ আদায় করার জন্য উপস্থিত মুসল্লিদের আহ্বান জানায়। এরপর ঘটনাস্থল ত্যাগ করার সময় একদল মুসল্লি পুলিশকে লক্ষ্য করে ঢিল মারে। এরপর ধাওয়া দিয়ে ৩০ জনকে আটক করে থানায় নিয়ে আসে বলে পুলিশ সূত্র উল্লেখ করে।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় ১১ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি ১৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় সাধারণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাজার, অফিস, কারখানাসহ সর্বত্র জনসমাগম নিত্যঘটনা হলেও মসজিদের আকার বিবেচনায় না নিয়ে মুসল্লি সীমিত করার বিষয়েও ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ।

 


আরো সংবাদ



premium cement
‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সকল