২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হবিগঞ্জে তেল শোধনাগার, আশুলিয়ায় গার্মেন্টে অগ্নিকাণ্ড

-

ঢাকার আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানা এবং হবিগঞ্জে তেল শোধনাগারের বার্ন ফিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দু’টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
আশুলিয়া (ঢাকা) থেকে সংবাদদাতা জানান, ঢাকার আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার সমির প্লাজার ৭ম তলায় পোশাক নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট কাজে যোগদান করে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৫টায় কারখানা ছুটি হলে শ্রমিকরা সবাই চলে যায়। আর সন্ধ্যা ৭টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে।
হবিগঞ্জ সংবাদদাতা জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরের বড়গাঁওয়ে অবস্থিত চার হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ তেল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে তেল শোধনাগার কর্তৃপক্ষ। বুধবার রাত পৌনে ১২টার দিকে তেল শোধনাগারের বার্ন ফিডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সব ক’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক শিমুল মো: রফি জানানÑ ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 


আরো সংবাদ



premium cement