২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুঁজিবাজারে সূচকের বড় বৃদ্ধি

লেনদেন বেড়েছে ডিএসইর
-

গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৮ দশমিক ২৭ পয়েন্ট হয়েছে। ডিএসইতে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন মোট ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৬১৮ টাকা ছিল।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২৩৩টির দর বেড়েছে, ৪২টির কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হলো বিএটিবিসি, বেক্সিমকো, বেক্সিফার্মা, রবি, লংকাবাংলা, সামিট পাওয়ার, জিবিবিপাওয়ার, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা এবং লাফার্জ। দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হলো দ্য পেনিনসুলা চিটাগং, লংকাবাংলা, ইজেনারেশন লিমিটেড, আনোয়ার গেলভানাইজিং, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, ফ্যাস ফাইন্যান্স লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন এবং জিপিএস ফাইন্যান্স।
সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি হলো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, শ্যামপুর সুগার মিল, জিলবাংলা সুগার মিল, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, রেকিট অ্যান্ড বেনকাইজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এমআই সিমেন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৩২৯ দশমিক ০৬ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ বেড়ে ১৬ হাজার ১৬ পয়েন্ট হয়েছে। সিএসইতে এদিন ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৩৫ কোটি ৭৯ লাখ টাকা ছিল। লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ব্লক র্মাকেট : গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১৭ লাখ ৮৬ হাজার ১৫১টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকার বিডি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া আমান কটনের ৫ লাখ ১০ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ৯২ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১১ লাখ ২৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ১ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকোর ৪৫ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬ লাখ ৭০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ৯০ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১০ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৩৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ লাখ ৭ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ৮ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৯ লাখ ৯৬ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, সি পার্লের ১০ লাখ ৬৯ হাজার টাকার, সিলকো ফার্মার ৮ লাখ ৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ২৭ লাখ ৭৫ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০ লাখ ৯৫ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭ লাখ ৭১ হাজার টাকার এবং ওয়ালটনের ৪০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল