১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

-

সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার সূচক কমেছে দেশের পুঁজিবাজারে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১১ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে পাঁচ হাজার ৪০৪ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৪৬ কোটি তিন লাখ টাকা ছিল। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউর্চ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, আর কমেছে ১২০টির। আর অপরিবর্তিত রয়েছে ১২৬টির দর।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ দশমিক ৮৪ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫৬ দশমিক ৮৩ পয়েন্টে।
ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলোÑ বেক্সিমকো, রবি, বিএটিবিসি, সামিট পাওয়ার, লংকাবাংলা, লাফার্জ, বেক্সিফার্মা, ওয়ালটন, জিবিবিপাওয়ার এবং ফার্মা ।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হলোÑ আনোয়ার গেলভানাইজিং, জিকিউ বলপেন, ইজেনারেশন লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, লিবরা ইনফিউশন লিমিটেড, সোনালি আঁশ ইন্ডাস্ট্রি লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। দাম কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বেক্সিমেকা, লংকাবাংলা, গোল্ডেন সন লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফ্যাস ফাইন্যান্স লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিল এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ৮০ কমে অবস্থান করছে ১৫ হাজার ৬০৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ৩০ শতাংশ কম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) গতকাল রোববার ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৫ কোটি ৫৬ লাখ টাকা। এ দিন সিএসইতে লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির দর।
ব্লক মার্কেট : গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৬ লাখ ৯৫ হাজার ৯৪০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি পাঁচ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ তিন কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ দুই কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ দুই কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।
এ ছাড়া আজিজ পাইপিসের পাঁচ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পাঁচ লাখ ১১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ১০ লাখ ৩২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ছয় লাখ ৯০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬৯ লাখ ৯৩ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ২৩ লাখ ২৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬৬ লাখ ৩৬ হাজার টাকার, জেনেক্সের ৫১ লাখ ৮৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের সাত লাখ ৫৪ হাজার টাকার, রহিমা ফুডের ৮ লাখ ৭৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 


আরো সংবাদ



premium cement