১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এবারো পদোন্নতি পেলেন না বিএসএমএমইউর আড়াই শ’ চিকিৎসক

-

অধ্যাপক হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও এখনো মেডিক্যাল অফিসার। প্রায় দেড়যুগ ধরে তারা মেডিক্যাল অফিসার পদেই চাকরি করছেন। কারণটা কি? জানা গেল, ‘আগের সরকারের সময় নিয়োগ হয়েছে’। এই অপরাধে তাদের পদোন্নতি হচ্ছে না। রাজনীতির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও যোগ্যতাসম্পন্ন দুই শতাধিক চিকিৎসকের গায়ে মাখিয়ে দেয়া হচ্ছে রাজনৈতিক তকমা। এভাবে কালিমা লেপন করে এদের দেয়া হচ্ছে না পদোন্নতি। এই দুই শতাধিক মেডিক্যাল অফিসারের কাছ থেকে যারা হাতে-কলমে শিক্ষাগ্রহণ করে স্নাতকোত্তর চিকিৎসক হয়েছেন তারাও এখন অনেক বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক। এ ভুক্তভোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আড়াই শ’ মেডিক্যাল অফিসার। তাদের সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে নিয়োগ পেয়েছিলেন।
গতকাল রোববার বিএসএমএমইউর ৮১তম সিন্ডিকেট সভা হয়ে গেছে। এই সভাতেও আড়াই শতাধিক মেডিক্যাল অফিসারকে পদোন্নতি দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা: এ বি এম আবদুল হান্নান। তবে তিনি বঞ্চিত এই মেডিক্যাল অফিসারদের বেশ সান্ত্বনা জানিয়েছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে। এ বি এম আবদুল জানান, ‘পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া ওই চিকিৎসকদের বিষয়ে সিন্ডিকেট সভায় বেশ গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি সিন্ডিকেট সদস্যরা।’
অধ্যাপক ডা: এ বি এম আবদুল হান্নান বলেন, ‘আজকের (গতকাল) সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে তা পরবর্তি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে, তখন আবারো আলোচনা হবে। ফলে তাদের পদোন্নতির জন্য আগামী সিন্ডিকেট সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া আড়াই শ’ চিকিৎসক পদোন্নতির দাবিতে ২০১৯ সালের ১ ডিসেম্বর চিকিৎসকরা বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান ধর্মঘট পালন করলে কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয়। তবে দীর্ঘ অপেক্ষার পর দাবি পূরণ না হওয়ায় ২০২০ সালের ১৪ জানুয়ারি আরো একবার স্মারকলিপি দিয়ে দাবি দাওয়া পেশ করা হয়। স্মারকলিপি দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের ৭৬তম সিন্ডিকেট সভায় চিকিৎসকদের পদোন্নতির নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। তবে ওই উদ্যোগ কার্যক্রমে ভাটা পড়ায় ১৩ আগস্ট তৃতীয়বারের মতো মানববন্ধন শেষে ভাইস চ্যান্সেলর বরাবর স্মারকলিপি দেন চিকিৎসকেরা। ওই কমিটি একটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করেছিল। যা গতকালকের সিন্ডিকেট বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল