২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সিলেটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

অন্যান্য স্থানে নিহত ১১
-

সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, ঝিনাইদহ ও চট্টগ্রামে বৃদ্ধ, শিক্ষার্থী ও মোটরসাইকেল আরোহীসহ ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একাধিক ব্যক্তি।
সিলেট ব্যুরো জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বনাথ উপজেলার রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩) সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক, এনা পরিবহনের চালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), বি-বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারী এলাকার নাদিম আহমদব সাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকার শাহ কামাল (২৭) ও সুনামগঞ্জের ছাতক বাংলাবাজার এলাকার রহিমা খাতুন (২৫)।
আহতদের মধ্যে ১৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। আহতদের মধ্যে রয়েছেন, রেজাউল করিম (৫০), শামিম (২৩), জসিম উদ্দিন (৩০), আলা উদ্দিন (৬০), সায়ান (১৬), সালাম (৪০), ডা: অন্তরা (৩০), চান বিবি (৬০), শারমিন (৩০), সীমা পারভিন (৩০), সানাত (৩৫), মাহি (৭), সুবর্ণা (৩০) ও সেলিনা পারভীন (৩০)। দুর্ঘটনার শিকার বাস দু’টির মধ্যে একটি ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস অপরটি সিলেট থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া এনা পরিবহন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লন্ডন এক্সপ্রেসের বাসটি বেপরোয়া গতিতে তার বিপরীত পার্শ্বে চলে আসায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সিলেটগামী গাড়িটি সেতু পার হয়েই বিপরীত দিক থেকে আসা এনা গাড়ির উপর উঠে যায়। এ সময় প্রচণ্ড গতিতে এনা বাসের সাথে লন্ডন এক্সপ্রেসের সংঘর্ষ ঘটে। লন্ডন এক্সপ্রেসের আহত এক যাত্রী জানান, ঢাকা থেকে আসার পথে বারবার গাড়ির চালক অন্য গাড়িকে বেপরোয়া গতিতে ওভারটেক করছিলেন। কয়েকবার আমরা সতর্ক করার পরও চালক আমাদের কথা শুনেননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার বলেন, লন্ডন এক্সপ্রেস গাড়িটি রাস্তার ভুল দিকে এসে এনা বাসকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে লন্ডন এক্সপ্রেসের ভুল বলে মনে হচ্ছে। তবে দুর্ঘটনার আসল কারণ পরবর্তী তদন্তে জানা যাবে। দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে কুয়াশা তেমন একটা ছিল না। গাড়ির অবস্থান দেখে মনে হচ্ছে লন্ডন এক্সপ্রেস দ্রুতগতিতে ওভারটেক করে এনা গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। অথবা লন্ডন এক্সপ্রেসের চালক ঘুমিয়েও থাকতে পারেন। তদন্তে বিস্তারিত জানা যাবে।
শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং আহত একজনকে মেডিক্যালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে বগুড়া ক্যান্টনমেন্ট চেক পোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাজহানপুর উপজেলার বেতগাড়ি গ্রামের রমজান আলীর ছেলে বকুল খান এবং ধুনট উপজেলার আনারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাহজামাল। অপর দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ভোর ৬টার দিকে শাজাহানপুরের ক্যান্টনমেন্ট চেকপোস্টের সামনে গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাওন পরিবহন সামনের ধীরগতির সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও তিনজন যাত্রী নিহত হন। এ ছাড়া অপর একজনকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। স্থানীয়দের দাবি, কিছুদিন ধরে মহাসড়কে সিএনজি ও ধীরগতির গাড়ি-ভ্যানে অবাধ চলাচলে প্রায়ই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত মনির হোসেন বগুড়া সদর উপজেলার চরডুপু গ্রামের আবু সায়েদের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই খোকন। সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপের হেলপার মনির হোসেন নিহত হন। এ ছাড়া মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (২৯) লাশ উদ্ধার করা হয়। কোন এক সময়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করছেন থানা পুলিশ।
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ধোবাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উপজেলার মুন্সিরহাট থেকে হালুয়াঘাটগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালকসহ মোট তিনজন আরোহী ছিলেন। মোটরসাইকেলটির চালক রাসেল (২৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
অন্য দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রনি (৩৬) উপজেলার বাঘবেড় গ্রামের মৃত কুতুবউদ্দিন মাস্টারের ছেলে। মোটরসাইকেল চালক নিহত রাসেল একই উপজেলার খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে। ট্্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে টমটম চালক আব্দুর রহমান সোহাগ (১৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বিরতিহীন যাত্রীবাহী বাস ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক আব্দুর রহমান সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। নিহত অটোরিকশা চালক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাসেরগাঁও গ্রামের আজিজুর রহমানের ছেলে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ^াস (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নিহত শিমুল বিশ^াস কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ^াসের ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়ছে।
চট্টগ্রাম ব্যুরো, চট্টগ্রাম নগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার (৭৪) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলতখাঁ এলাকার কালা মিয়া মোল্লার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল সাত্তারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement