২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডিএসইতে লেনদেন আবার হাজার কোটি টাকার নিচে

-

টানা তিন কার্যদিবস দরপতনের পর গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক কিছুটা বেড়েছে। তবে ডিএসইতে এ দিন লেনদেনের পরিমাণ কমে হাজার কোটি টাকার নিচে নেমেছে। বাজারটিতে গত ২৬ কার্যদিবসের মধ্যে এটিই সর্বনিম্ন লেনদেন।
এ দিন লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস পাওয়া গিয়েছিল। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পাওয়ায় প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক ৫০ পয়েন্টের উপরে বেড়ে যায়। তবে এরপর বেশ কিছু প্রতিষ্ঠানের দরপতন হলে কমে যায় সূচকের উত্থান প্রবণতা। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সব ক’টি মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনে অংশ নেয়া যে ক’টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম সমানসংখ্যক বেড়েছে এবং কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৮টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১২৫টির। আর ১০১টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্য সূচকের উত্থানের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ বড় অঙ্কে কমে গেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিন ছিল ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১৯ কোটি ৫৫ লাখ টাকা। ফলে ২০ ডিসেম্বরের পর বাজারটিতে সর্বনি¤œ লেনদেন হলো।
টাকার অঙ্কে ডিএসইতে এ দিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৬৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, এনার্জিপ্যাক পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সামিট পাওয়ার এবং সিটি ব্যাংক।
আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৫টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক র্মাকেট : গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ৭৭ লাখ ৬০ হাজার ৪৪২টি শেয়ার ৫৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৫ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকার বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।
এ ছাড়া বিডি ফাইন্যান্সের ৫৯ লাখ টাকার, বিকন ফার্মার ২০ লাখ ৪৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১০ কোটি ৫০ লাখ টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ২ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৭ লাখ ৩১ হাজার টাকার, ডিবিএইচের ৪৪ লাখ ১২ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৪১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১০ লাখ ৯০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯৯ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৭ লাখ ৪৯ হাজার টাকার, কোহিনূর কেমিক্যালের ৫ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৪ লাখ ৩০ হাজার টাকার, মেরিকোর ২১ লাখ ৫৮ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২২ লাখ ৪ হাজার টাকার, পেনিনসুলার ১২ লাখ ৯০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ১০ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ৭ হাজার টাকার, রেনেটার ৫ লাখ ২৩ হাজার টাকার, রিংশাইনের ৮৩ লাখ ৮২ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৬ লাখ ৩০ হাজার টাকার, এসইএমএল লেকচার মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৭০ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ২১ লাখ ৫৬ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ২১ লাখ ৫৩ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৬৬ হাজার টাকার এবং ওয়ালটনের ৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 


আরো সংবাদ



premium cement