২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বেক্সিমকোর প্রভাবে বড় দরপতন শেয়ারবাজারে

বাজার ধসের শঙ্কা বিনিয়োগকারীদের একদিনেই কমল ৯৪ পয়েন্ট
-

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে এক প্রকার ধস নেমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ফলে বড় পতন হয়েছে সবকটি মূল্য সূচকের। এ দিন ডিএসইর প্রধান মূল্য সূচক ৯৪ পয়েন্ট কমেছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। বিশ্লেষকেরা বলছেন, ডিএসইতে গতকাল কার্যত বেক্সিমকো গ্রুপের দরপতনের প্রভাব দেখা গেছে। এ গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের দর কমেছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের দর কমেছে ৮ দশমিক ১৯ শতাংশ, বেক্সিমকো ফার্মার কমেছে ৪ শতাংশ এবং শাইনপুকুরের শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন দেশের শেয়ারবাজারে বেক্সিমকোর দাপট দেখা যায়। ডিএসইতে লেনদেনের ৩২ শতাংশই ছিল বেক্সিমকোর তিন কোম্পানির। কেবল বেক্সিমকো লিমিটেডেরই লেনদেন হয় প্রায় ৩৩১ কোটি টাকার। তবে গতকাল কোম্পানিটির লেনদেন কমে হয়েছে ১৪৩ কোটি টাকার। যদিও শেষ পর্যন্ত লেনদেনের শীর্ষেই রয়েছে কোম্পানিটি। অবশ্য শেয়ারবাজারে এমন টানা দরপতন দেখা দিলেও তাকে স্বাভাবিক বলছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, টানা দাম বাড়ার কারণে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম অনেক বেড়ে গেছে। এ কারণে এখন কিছুটা মূল্য সংশোধন হচ্ছে। এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ভয় পাওয়ার কিছু নেই। শিগগির বাজার আবার ঘুরে দাঁড়াবে। এ দিন লেনদেনের শুরু থেকেই লেনদেন অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে সূচকেও নি¤œমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের তালিকায় নাম লেখানো প্রতিষ্ঠানের সংখ্যা। একই সঙ্গে বড় হতে থাকে সূচকের পতন। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতন প্রবণতা চলায় দিনের লেনদেন শেষে ডিএসইতে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ২৭টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২৫৫টির। আর ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক খাতের একটি, প্রকৌশল খাতের চারটি, খাদ্য খাতের পাঁচটি, জ্বালানি খাতের দু’টি, বীমা খাতের আটটি, আইটি খাতের দুটি, পাট খাতের একটি, বিবিধের দুটি ফান্ড, ওষুধের তিনটি এবং বস্ত্রের তিনটি কোম্পানি রয়েছে। এ ছাড়া চারটি মিউচ্যুয়াল এবং দুটি করপোরেট বন্ড রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ৯৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের দিন ছিল ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪৫৯ কোটি ৭৭ লাখ টাকা। দরপতনের বিষয়ে ডিএসইর পরিচালক মো: শাকিল রিজভী বলেন, সূচকের যে পতন হয়েছে তা স্বাভাবিক মূল্য সংশোধন। কয়েকদিন ধরে বাজার ঊর্ধ্বমুখী ছিল। এ সময় অনেক প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। রবির ১০ টাকার শেয়ার ৭০ টাকা হয়েছে। এখন দাম কমার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের মূল্য সংশোধন হচ্ছে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের ১১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল। লাফার্জহোলসিম এবং আইএফআইসি ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ২৯৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। ব্লক র্মাকেট : গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলোর ৩৭ লাখ ২০ হাজার ৪৪০টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১৪ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকার বার্জার পেইন্টসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোসের। এ ছাড়া ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৯ লাখ ৯২ হাজার টাকার, বিডিকমের ৬ লাখ ৭২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৯ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকোর ১৭ লাখ ৫০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ১০ লাখ ৩৫ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১৪ লাখ ৭০ হাজার টাকার, ডিবিএইচের ৩৯ লাখ ১৪ হাজার টাকার, এনার্জিপ্যাকের ১০ লাখ ১৮ হাজার টাকার, জেনেক্সের ৫ লাখ ৪২ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৫ লাখ ১৬ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার, মেরিকোর ১২ লাখ ১ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ৫২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ৬০ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯০ লাখ ২৪ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ টাকার, সুহৃদের ১০ লাখ ৩ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫৩ লাখ টাকার, ইউনিক হোটেলের ১৪ লাখ ১১ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল