২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুঁজিবাজারে দু’দিন পর সূচক ঊর্ধ্বমুখী

-

টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর গতকাল মঙ্গলবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে। মূলত বীমা কোম্পানির ওপর ভর করে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার।
এ দিন লেনদেনের শুরু থেকেই একের পর এক বীমা কোম্পানির শেয়ার দাম বাড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে প্রায় সব ক’টি বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। লেনদেনের শেষ পর্যন্ত বীমা কোম্পানিগুলোর দাম বাড়ার দাপট অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৪৯টি বীমা কোম্পানির মধ্যে ৪৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর মধ্যে ৪৫টিই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। বাকি তিনটি কোম্পানির শেয়ার দাম অপরিবর্তিত থাকে। বীমা কোম্পানির দাম বাড়ার ইতিবাচক প্রবণতা অন্য খাতের ওপর পড়ে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৮১টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমেছে ১০৬টির। ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।
অবশ্য পতনের খাতায় নাম লেখায় বেশির ভাগ ব্যাংক। যে কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সূচকের বড় উত্থান হয়নি। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২০ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণও মোটা অঙ্কে কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিন ছিল ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার। কোম্পানিটির ১৪৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১৩১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ন্যাশনাল ব্যাংক এবং বিডি ফাইন্যান্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক র্মাকেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ১৮ হাজার ২৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সিভিও পেট্রোকেমিক্যাল ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এসিআই ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইডিএলসি, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ফিন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, রবি, সী পার্ল বীচ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, সামিট পাওয়ার ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
আজ বুধবার দুই কোম্পানির লেনদেন বন্ধ : স্পট মার্কেটে লেনদেন শেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আজ বুধবার বন্ধ । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো : ইস্টার্ন লুব্রিকেন্টস এবং বিডি ফাইন্যান্স। রেকর্ড ডেটের পূর্বে ১৮ এবং ১৯ জানুয়ারি কোম্পানি দুটি শেয়ার লেনদেন স্পট মার্কেটে হচ্ছে। স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেটের কারণে ২০ জানুয়ারি কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের কারণে বন্ধের পর ২১ জানুয়ারি যথানিয়মে আবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন শুরু হবে।


আরো সংবাদ



premium cement