২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৬ জেলায় নিহত ৫ আহত ১৩ জন

-

সড়ক দুর্ঘটনায় দেশের ছয় জেলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মো: ইব্রাহিম প্রকাশ ইমু চকবাজার থানার ল্যাবরেটরি স্কুল এলাকার স্থানীয় বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আলাউদ্দিন তালুকদার নয়া দিগন্তকে বলেন, রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম মারা গেছেন বলে জানান।
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বিবিরহাট সড়কে জাহাঙ্গীরনগর নামক স্থানে ভলি ট্রাকের ধাক্কায় মো: আলামিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার পূর্বচর কলাকোপা গ্রামের মৃত ফছিউল আলমের ছেলে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো: ছোলাইমান জানান, আলামিন মোটরসাইকেলে বিবিরহাট এলাকার শ্বশুরবাড়ি থেকে পূর্বচর কলাকোপা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। জাহাঙ্গীরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভলি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান।
কুমিল্লা সংবাদদাতা জানান, কুমিল্লা নগরীর কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত কামরুল ইসলাম নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। গতকাল সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ দুলাল চন্দ্র সূত্রধর।
স্থানীয় সূত্র জানায়, গোমতী নদীর বাঁধ সংলগ্ন কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় দুর্ঘটনায় পড়া দু’টি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। দু’জন ফখরুল ইসলাম ও বাছির কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের বাড়ি জেলার বুড়িচং উপজেলার জগৎপুরে।
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে তেঁতুলিয়ার নূর মিয়া মৎস্য খামারের সংলগ্ন স্থানে একটি লরি উল্টে রাস্তার পাশে নিচে পড়ে গেলে ড্রাইভার বাদশা মিয়া (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে। তিনি উপজেলার ঝিমটি গ্রামের রজমান আলীর ছেলে।
দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরায় আয়োজিত আল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশে দেবহাটায় তিন মোটরসাইকেল আরোহী আলিপুর হাটখোলা পৌঁছালে ইজিবাইকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পারুলিয়া সরদার বাড়ি গ্রামের আনিসুরের ছেলে মেহরাব হোসেনকে (১৩) মৃত ঘোষণা করেন। আহত দু’জন হলো একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মুন্না হোসেন (১২) ও সিরাজুল ইসলামের ছেলে আকাশ (১৮)।
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাসের আট যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টায় দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম নিশ্চিত করেছেন।
সূত্র মতে, নাটিয়াপাড়া এলাকায় একটি বালু বোঝাই ড্রাম ট্রাক (নম্বর বিহীন) দাঁড়ানো ছিল। অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস (কুষ্টিয়া ব -১১-০০৪২) বালুবোঝাই ট্রাকের কাছে এসে দাঁড়ালে পিছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে বিভাগীয় অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল