২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চীন-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

-

পাকিস্তান ও চীন প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে। চীনা প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফেং খার পাকিস্তান সফরে সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চীনের পক্ষে উয়ি ফেং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন।
সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিদল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষায় আন্তরিক প্রচেষ্টার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে এ খবর জানানো হয়। পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সব গুরুত্বপূর্ণ ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামগুলোতে অকুণ্ঠ সমর্থনের জন্য চীনা মন্ত্রীকে ধন্যবাদ জানান। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিইসি। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট-ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হচ্ছে। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া বলেন, চীনের সাথে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ও ভ্রাতৃসুলভ সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয় পাকিস্তান। তিনি অঙ্গীকার করেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোবাবেলায় আমাদের এই সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
পাকিস্তান ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে চীনের প্রতিরক্ষা মন্ত্রী উয়ি ফেংকে নিশানে ইমতিয়াজ সম্মাননা দান করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।


আরো সংবাদ



premium cement