১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সূচক ও লেনদেন উভয় বেড়েছে শেয়ারবাজারে

-

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডের ওপর ভর করে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে।
এ দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেইসাথে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রায় সবকটি মিউচ্যুয়াল ফান্ডের দাম বৃদ্ধির মাধ্যমে বৃহস্পতিবারের লেনদেন শুরু হয়। দিনের লেনদেনের শেষ পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ডগুলোর দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১টির।
অথচ গত বুধবার লেনদেনের শুরু থেকেই পতনের তালিকায় নাম লেখাতে থাকে একের পর এক মিউচ্যুয়াল ফান্ড। ফলে দিনের লেনদেন শেষে ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টিই দরপতনের তালিকায় নাম লেখায়। আর একটির দাম অপরিবর্তিত থাকে। এক দিনের ব্যবধানে মিউচ্যুয়াল ফান্ডের এমন ইউটার্ন নেয়ার কারণে অন্য খাতগুলোর বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পরও ঊর্ধ্বমুখী থেকে গেছে শেয়ারবাজার।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসই লেনদেনে অংশ নেয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ৯৬টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।
এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬০৬ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৫৯ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ারের। কোম্পানিটির ৫৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৫০ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ২৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং নর্দান ইসলামী ইন্সুরেন্স।
দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)গতকাল বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৩১ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ব্রাক ব্যাংক ২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, ডিবিএইচ, মেট্রো স্পিনিং, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল