২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সূচকের বড় পতনেও বেড়েছে লেনদেন

-

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার মূল্য সূচকের বড় পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে সূচকের বড় পতন হলেও শুরুর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় মাত্র ৫ মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় আধাঘণ্টা না গড়াতেই নিচের দিকে নামতে থাকে সূচক। একের পর এক প্রতিষ্ঠানের দরপতনের কারণে ৩৫ মিনিটের মাথায় ঋণাত্মক হয়ে পড়ে সূচক। লেনদেনের শেষ দিকে এসে পতনের মাত্রা আরো বাড়ে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।
সবগুলো সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২০৫টি এবং ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৯৭ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৩৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৭২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।
এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক র্মাকেট : গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর এক কোটি ২২ লাখ ২৪ হাজার ৯০২টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি দুই লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি দুই লাখ আট হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ চার কোটি ৯৫ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের।
এ ছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের ১৮ লাখ ৪০ হাজার টাকার, স্কয়ার ফার্মার চার কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকার, এস কে ট্রিমসের ১৬ লাখ ৮০ হাজার টাকার, সী পার্লের পাঁচ লাখ ২০ হাজার টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের আট লাখ ৭৭ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ লাখ ৫১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৫৪ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২০ লাখ চার হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আট লাখ ৭১ হাজার টাকার, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ৬৮ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের চার কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকার, ইনটেকের ২২ লাখ ৫০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৮০ রাখ ৭০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ছয় লাখ ৯ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ১৯ লাখ ১৯ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৬ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৮ লাখ ৮০ হাজার টাকার, ডিবিএইচের ২০ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর সাত লাখ ৭৭ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৩৭ লাখ টাকার, আমান ফিডের ছয় লাখ পাঁচ হাজার টাকার, আমান কটনের ৭৯ লাখ ৫০ হাজার টাকার এবং এবি ব্যাংকের ২৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‘প্রতিটি মিউচুয়াল ফান্ডের ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেয়ার সক্ষমতা আছে’ : বর্তমানে যে ক’টি মিউচুয়াল ফান্ড আছে তার সবগুলোর ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেয়ার সক্ষমতা আছে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
গতকাল মঙ্গলবার পারসোনাল ফাইন্যান্স-বিষয়ক অনলাইন পোর্টাল ‘আমার টাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধির কারণে ডিসক্লোজার (প্রদর্শিত) আয় বেড়ে যাচ্ছে। ডিসক্লোজার আয় বাড়লে সেভিংস রেট (সঞ্চয়ের হার) বেড়ে যায়। সেভিংস রেট বৃদ্ধির কারণে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। দেশে সেভিংস বাড়ার কারণে বিভিন্ন জায়গায় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে।
‘আমার টাকা’র সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেনÑ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়াম্যান ড. মো: মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে ‘আমার টাকা’র পক্ষ থেকে জানানো হয়, পোর্টালটি সঞ্চয়, বিনিয়োগ, ব্যাংকিং, বীমা, আবাসন, আয়কর ও কেনাকাটাসংক্রান্ত বিষয়ে তথ্যপূর্ণ ফিচার প্রকাশ করবে। এ ছাড়া থাকবে এসব বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ নানা টিপস।

 


আরো সংবাদ



premium cement
মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ ইসরাইলি হামলায় গাজায় আরো ৭১ জন নিহত

সকল