২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সূচকের পতন হলেও লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

-

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর মাধ্যমে ১২ কার্যদিবস পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার লেনদেনের দেখা মিলল।
এ দিন লেনদেনের শুরুতে শেয়ারবাজারে উত্থানের আভাস পাওয়া যায়। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় মাত্র দুই মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় ১০ মিনিট না গড়াতেই নিচের দিকে নামতে থাকে সূচক। একের পর এক প্রতিষ্ঠানের দরপতনের কারণে একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট কমে যায়। তবে লেনদেনের শেষ দিকে কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় বড় পতনের হাত থেকে রক্ষা পায় শেয়ারবাজার।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দুই পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দুই পয়েন্ট কমে এক হাজার ৬৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে। সবগুলো সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৯২টি এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৫৫ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭৩ কোটি ৭৮ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৭৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।
এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেট : গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ২৭ লাখ ৩৮ হাজার ৭২১টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৩০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের।
এ ছাড়া সি পার্লের ১০ লাখ ২০ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৫৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ৬৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৫ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৪৪ লাখ ১৬ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৮ লাখ ৪০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৬ লাখ ৩৩ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫ লাখ ২১ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৮৫ লাখ ৯৩ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ১ লাখ ৬১ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬ লাখ ২৪ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৭৭ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৩ হাজার টাকার, আমান ফিডের ৬ লাখ ২৫ হাজার টাকার এবং একমি ল্যাবরেটরিজের ৬৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ

সকল