২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ ২৫টিকে সতর্ক

প্রণোদনা প্যাকেজে ঋণ প্রদানে অনীহা
-

প্রণোদনা প্যাকেজ ঘোষণার দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হলেও কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদান করতে গড়িমসি করছে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রকৃত উদ্যোক্তারা তহবিল সঙ্কটে হাহুতাশ করলেও ব্যাংকগুলো উদ্যোক্তাদের কোনো ঋণ প্রদান করছে না। এমনি পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে এক টাকাও ঋণ প্রদান করেনি এমন ২৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। আর যৎসামান্য ঋণ প্রদান করেছে এমন ২৫টি ব্যাংককে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যেই শতভাগ ঋণ প্রদান করতে হবে। অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সতর্ক করা হয়েছে, এমন ব্যাংকগুলোর মধ্যে বেসরকারি খাতের যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং সরকারি খাতের প্রায় সব ব্যাংক রয়েছে। অপর দিকে, যাদের শোকজ করা হয়েছে তার মধ্যে ১৬টি আর্থিক প্রতিষ্ঠান, দু’টি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ও সাতটি বিদেশী ব্যাংক রয়েছে।
দেশের কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জানান, বেশির ভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠান এখন তহবিল সঙ্কটে রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিন মাস একটানা ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু এর পরেও উদ্যোক্তারা শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করেছেন। অনেকেই নিজের প্রান্তিক মূলধনটুকুও ব্যয় করেছেন শ্রমিকের বেতনভাতা, ইউটিলিটি বিল পরিশোধে। এখন মূলধনের অভাবে অনেকেই ব্যবসা-প্রতিষ্ঠান চালু করতে পারছেন না। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ প্রদানের জন্য সরকার ব্যাংকগুলোকে নানাভাবে ছাড় দিয়েছে। করপোরেট কর হার কমিয়ে দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ জমার হার (সিআরআর) দুই দফায় কমিয়ে দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়ার সুদহার অর্থাৎ রেপোর হার কমিয়ে দিয়েছে। পরিচালনা পর্ষদে একই পরিবার থেকে চারজন পরিচালক রাখার সুযোগ দেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে কম সুদে তহবিল পাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। ব্যাংকগুলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক থেকে নানা সুযোগ-সুবিধা নেয়ার পর এখন তারা ব্যবসায়ীদের ঋণ প্রদান করতে গড়িমসি করছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে একাধিকবার ব্যাংকগুলোকে সতর্ক করার পরেও তারা তহবিল ছাড় করছে না ব্যবসায়ীদেরকে। এতে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতাই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ব্যাংকগুলো। অথচ বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীরা সহযোগিতা পেলে অনেকেই ঘুরে দাঁড়াতে পারতেন। ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারলে আবারো অনেক কারখানা উৎপাদনে যেতে পারত। অর্থনীতিতে অবদান রাখতে পারতেন।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করছেন তারা ঋণ পাচ্ছেন না। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে বারবার তাগিদ দেয়া হলেও তারা এ বিষয়ে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি এমডিদেরকে নির্দেশনা দিয়েছিলেন আগামী ৩১ অক্টোবরের মধ্যেই প্রণোদনা প্যাকেজের শতভাগ ঋণ বিতরণ করতে হবে। কিন্তু বেশির ভাগ ব্যাংকই এ নির্দেশনা বাস্তবায়ন করেনি। তার বড় প্রমাণ হলো ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একটাকাও ঋণ প্রদান করেনি। আর ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যৎসামান্য ঋণ প্রদান করেছে।
বাংলাদেশ ব্যাংকের ৩১ আগস্টভিত্তিক পরিসংখ্যান মতে, ছয়টি সরকারি ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ২ হাজার ৯৭৩ কোটি টাকা। এর মধ্যে বিতরণ করেছে মাত্র ৪১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ১ দশমিক ৩৮ শতাংশ। আর বেসরকারি ব্যাংকগুলোর ১০ হাজার ৫৭৯ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল। এর মধ্যে বিতরণ করেছে ৯৭১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ৯ দশমিক ১৮ শতাংশ। অথচ এরই মধ্যে প্রণোদনা প্যাকেজের নীতিমালা ঘোষণার প্রায় পাঁচ মাস পার হয়ে গেছে। এর মধ্যে প্রায় এক ডজন ব্যাংক রয়েছে যারা মোট লক্ষ্যমাত্রার ৫ শতাংশ পর্যন্ত বিতরণ করেছে।
আর দু’টি বিদেশী ব্যাংক বাদে অপর সাতটি ব্যাংক একটাকাও ঋণ বিতরণ করতে পারেনি। সবমিলে প্রায় ২০ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে ৩১ আগস্ট পর্যন্ত বিতরণ করা হয়েছে ২ হাজার ৮০১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেসব ব্যাংক একটাকাও বিতরণ করেনি এমন ২৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। আর যেসব ব্যাংক যৎসামান্য ঋণ বিতরণ করেছে এমন ২৫টি ব্যাংককে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে যথাযথ বক্তব্য পাওয়া না গেলে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের

সকল