২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাইবার অপরাধ থামছে না

-

প্রযুক্তির সহজলভ্যতায় বাড়ছে ইন্টারনেট ব্যবহার। ফলে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। বেপরোয়া হয়ে উঠছে সাইবার অপরাধীরাও। পারিবারিক কলহ, শত্রুকে ঘায়েল করতে, প্রেমিক-প্রেমিকার ছোটখাটো ঝামেলা, সম্পর্কে টানাপড়েনের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে সাইবার সিস্টেম। প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। এমনকি স্ত্রীর সাথে বনিবনা না হলে তাকেও সাইবার অপরাধে জড়িয়ে হেনস্তা করছে স্বামী।
অপর দিকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন দেশের নামীদামি তারকারা। তারকাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ ইউটিউবেও তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে কিছু বিকৃত মানসিকতার মানুষ, যা শিল্পীর মানসিক অবস্থাকে বিপর্যস্ত করছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেতর ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। তাই বাংলাদেশের তারকারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ফেসবুকে। অনেকে কেবল বুলিংয়ের শিকার হয়ে কাজের আগ্রহও হারিয়ে ফেলেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা পড়ছে শত শত সাইবার অপরাধের অভিযোগ। পুলিশ বলছে, শিক্ষিত লোকজনের মধ্যেই এ ধরনের অপরাধ প্রবণতা বেশি। এর সাথে যোগ হয়েছে দেশে অবস্থানরত অবৈধ বিদেশীরা। সম্প্রতি এমন চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে সাইবার অপরাধ দমনে এবার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে চালু হয়েছে সাইবার ট্রাইব্যুনাল।
পুলিশের অ্যাডিশনাল আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, বর্তমান সময়ে সাইবার ক্রাইমের ট্রেন্ড চলছে। ব্যক্তিগত ছবি সোস্যাল মিডিয়াতে নিয়ে আসে। প্রেমিক কিংবা স্বামীও হয়রানি করার জন্য বেছে নিচ্ছেন এই মাধ্যম। বনিবনা না হলেই ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও ছেড়ে দিচ্ছেন।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের কোটি কোটি মানুষের মতো দেশের অধিকাংশ জনগণ সেলফ কোয়ারেন্টিনে থাকলেও থেমে নেই ভার্চুয়াল জগৎ। স্কুল-কলেজ বন্ধ থাকলেও পাঠদান চলছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সম্ভাব্য ক্ষেত্রে অফিসের গুরুত্বপূর্ণ কার্যক্রম বাড়িতে থেকেই চলমান রাখা হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্রের আদান-প্রদান হচ্ছে ই-মেইলে। অনলাইনভিত্তিক কোম্পানিগুলো তাদের কর্মীদের বাসায় থেকেই কাজ চালিয়ে নিতে বলছে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে চলছে জরুরি ব্যাংকিং কার্যক্রম। দৈনন্দিন কেনাকাটা চলছে অনলাইন শপের মাধ্যমে। আর অধিকাংশ মানুষ সময় কাটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বাস্তবতায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যবস্তু এখন ছোট-বড় ই-কমার্স সাইট, অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ই-মেইল অ্যাকাউন্ট ইত্যাদি। ম্যালওয়্যার, ফিশিং ও বিকাশের মাধ্যমে প্রতারণার নানা ফাঁদ পাতছেন তারা।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দেশে সাধারণত ১৩ ধরনের সাইবার অপরাধের ঘটনা ঘটছে। এগুলো হচ্ছেÑ পারিবারিক বিদ্বেষ সৃষ্টি, স্বামী-স্ত্রীর ঝগড়া, বন্ধু-বান্ধবের মধ্যে বিরোধ তৈরি, উগ্র ও বিদ্বেষপূর্ণ মন্তব্য প্রচার, ইউটিউবে অন্তরঙ্গ ভিডিও ও ছবি আপলোড, ফেক অ্যাকাউন্ট তৈরি, পাসওয়ার্ড বা গোপন নম্বর অনুমান করে আইডি হ্যাক, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং), অনলাইনে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন গ্যামব্লিং (জুয়া)। সাইবার ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন, আগে সাইবার ক্রাইমবিষয়ক বেশি অভিযোগ আসত নারীদের কাছ থেকে। কিন্তু এখন পুরুষরাও সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন।
পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সাইবার অপরাধের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তিন হাজার ৬৫৯টি মামলা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৭৫টি সাইবার ট্রাইব্যুনালে গেছে। নিষ্পত্তি হয়েছে ৫২২টির।
ভুক্তভোগীদের এসব অভিযোগের বিষয় পুলিশ সদর দফতরের ল-ফুল ইন্টারসেপশন সেল (এলআইসি), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিসিটিসি) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাইবার অপরাধ তদন্তবিষয়ক সেল, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার হেলপ ডেস্ক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কাজ করে। তবে মামলার তদন্ত করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।
জানা গেছে, গত বছর সারা দেশের বিভিন্ন থানা থেকে ৭২১টি মামলা বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনালে এসেছে। চলতি বছর এর সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৮ সালে এসেছিল ৬৭৬টি, ২০১৭ সালে ৫৬৮টি, ২০১৬ সালে ২৩৩টি, ২০১৫ সালে ১৫২টি, ২০১৪ সালে ৩৩টি এবং ২০১৩ সালে এসেছে ৩টি মামলা। ক্রমেই মামলার সংখ্যা বাড়ছে। গত বছরের মোট অভিযোগের ৫৩ শতাংশ এসেছে পুরুষদের কাছ থেকে, বাকি ৪৭ শতাংশ এসেছে নারীদের কাছ থেকে।

 


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল